Ajker Patrika
হোম > অপরাধ > ময়মনসিংহ

কেন্দুয়ায় গত ১০ দিনে ১৫ গরু চুরি

প্রতিনিধি

কেন্দুয়ায় গত ১০ দিনে ১৫ গরু চুরি

কেন্দুয়া (নেত্রকোনা): কেন্দুয়া উপজেলার বিভিন্ন এলাকায় বোরো মৌসুমের ধান কাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বেড়ে গেছে গরু চুরির ঘটনা। গত দশ দিনে দুইটি ইউনিয়ন থেকে অন্তত ১৫টি গরু চুরি গেছে।

ভুক্তভোগী কৃষক ও স্থানীয় সূত্রে জানা যায়, বোরো মৌসুমের ধান কাটা শেষ হওয়ার পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গরু চোরের উপদ্রব বেড়েছে। গত দশ দিনে উপজেলার মাস্কা ও চিরাং ইউনিয়ন থেকে অন্তত ১৫টি গরু চুরি হয়ে গেছে। এর মধ্যে গত বুধবার রাতে উপজেলার মাস্কা ইউনিয়নের বালিজুড়ামাইজ পাড়া গ্রামের সোহেল মিয়ার ছোট-বড় মিলিয়ে চারটি গরু চুরি যায়। এ ছাড়া ৬ জুন রাতে একই ইউনিয়নের পানগাঁও গ্রামের নুরুল হকের একটি ষাঁড়, দুটি গর্ভবতী গাভি ও দুটি বকনা বাছুরসহ পাঁচটি গরু চুরি হয়ে গেছে।

একইভাবে ১ জুন রাতে উপজেলার চিরাং ইউনিয়নের দুল্লী গ্রামের কৃষকের সেলিম আহমেদের গোয়ালঘর থেকে দুটি গাভি, একটি বকনা বাছুর ও দুটি ষাঁড় বাছুর চুরি গেছে। চুরি যাওয়া মোট পাঁচটি গরু দাম প্রায় দুই লাখ টাকা।

মাস্কা ও চিরাং ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, অনেক কষ্টে গরু লালনপালন করেন তাঁরা। চোর গোয়ালঘর খালি করে নিয়ে গেছে। তাঁদের পথে বসিয়ে দিয়েছে গরু চোরেরা। নিরুপায় হয়ে গরু চুরি ঠেকাতে রাত জেগে এখন গোয়ালঘর পাহারা দিচ্ছেন তাঁরা।

উপজেলার মাস্কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ‘এরই মধ্যে আমার ইউনিয়নেই একাধিক কৃষকের বাড়িতে গরু চুরির ঘটনা ঘটেছে। এলাকার কৃষকেরা এখন চরম আতঙ্কে আছেন। এ অবস্থায় কৃষকদের স্বার্থে গরু চুরি রোধ এবং চোরদের ধরতে থানা-পুলিশের তৎপরতা বাড়ানোর দাবি জানাচ্ছি।’

কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, এ ঘটনায় সড়কে থানা-পুলিশের টহলের পাশাপাশি বিভিন্ন যানবাহনেও তল্লাশি জোরদার করা হচ্ছে। এ ছাড়া গ্রামাঞ্চলে গ্রাম পুলিশের পাহারা জোরদারেরও নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দুয়ায় ‘মাজারে’ হামলা, ওরস পণ্ড

নেত্রকোনায় মাছ লুটের মামলায় ছাত্রদলের নেতাসহ গ্রেপ্তার ৩

স্কুলের বারান্দায় মাদকের আড্ডা, বাধা দেওয়ায় ৪ তরুণকে কুপিয়ে জখম

শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধ ঠেকাতে বিক্ষোভ, ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর

চাঁদাবাজির মামলায় নেত্রকোনায় কৃষক দল নেতা গ্রেপ্তার

ম্যাঙ্গো জুস কারখানায় পাওয়া গেল না কোনো আম

ইউপি চেয়ারম্যান মান্নান কারাগারে

চুরি হওয়া ৪০ মোবাইল ফোন উদ্ধার করে মালিককে ফেরত দিল পুলিশ

মোহনগঞ্জে অবৈধ ইটভাটা ধ্বংস, মালিকের লাখ টাকা জরিমানা

ব্যাংকের এমডি দুলাভাইয়ের নাম ভাঙিয়ে প্রতারণা, সাজাপ্রাপ্ত শ্যালক জেলে