নেত্রকোনার মদনে কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় সাজন মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের একটি পার্কের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর র্যাব-১, ময়মনসিংহ র্যাব-১৪ ও কিশোরগঞ্জ ক্যাম্প অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার সাজন মিয়া নেত্রকোনার মদন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ মিয়ার ছেলে।
ভুক্তভোগী ছাত্রীর পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, ‘ভুক্তভোগী ছাত্রী উপজেলার একটি কলেজে পড়ত। ১৩ ফেব্রুয়ারি সকালে পৌর সদরের বাসা থেকে কলেজে যাওয়ার সময় সাজন তার পথ রোধ করে কুপ্রস্তাব দেয়। একপর্যায়ে জোর করে একটি দোকানে ওই ছাত্রীকে তুলে নিয়ে যায়। পরে সাজনের একজন সহযোগী দোকান বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। ওই দোকানে ছাত্রীকে আটকে রেখে একাধিক বার ধর্ষণ করে সাজন। পরে ঘটনাটি পরিবারকে জানায় সে। পরদিন সাজনের বিরুদ্ধে মদন থানায় মামলা করেন কলেজছাত্রীর মা।
কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বলেন, গ্রেপ্তার সাজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজ সকালে মদন থানায় হস্তান্তর করা হয়েছে।