হোম > অপরাধ > ময়মনসিংহ

বালুর ট্রাকে মিলল ৪০ লাখ টাকার মদ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে বালুবাহী ট্রাক থেকে ৩৮৩ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব মাদকের আনুমানিক মূল্য ৪০ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা বলে জানায় বিজিবি। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

বুধবার (২৩ নভেম্বর) বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এসএম জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২২ নভেম্বর) দুর্গাপুরের নলুয়াপাড়া বিওপির দায়িত্বরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৩৮৩ বোতল মদ ও একটি ট্রাক জব্দ করে। তবে এ অভিযানে কাউকে গ্রেপ্তার করা যায়নি।

বিজিবি জানায়, খবর পাওয়া যায় মঙ্গলবার বিকেলে দুর্গাপুর সীমান্তের নলুয়াপাড়া বিওপির আওতাধীন মেইন পিলার হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর এলাকার রাস্তার ওপর বালুবাহী ট্রাকের মধ্যে চোরাকারবারিরা মদ রেখেছে। পরে ট্রাকে মদের ওপর বালু ভর্তি করে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়া হবে। এমন গোপন খবরে বিজিবি সদস্য অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালক ও সহকারীসহ অন্যান্যরা ট্রাকটি রেখে পালিয়ে যায়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৮৩ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ পায় বিজিবি। ট্রাকে থাকা মদের আনুমানিক মূল্য ৪০ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা বলে জানায় বিজিবি।

নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এসএম জাকারিয়া জানান, জব্দকৃত মালামাল নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে।

ভালুকায় পিটিয়ে হত্যা: চাকরিতে ইস্তফা দিতে বাধ্য করে জনতার হাতে তুলে দেওয়া হয়— র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

মেলায় মিলল ৬০ কেজি ওজনের কচু

বিজয় দিবস উদ্‌যাপনে মুছে ফেলা হলো জুলাই আন্দোলনের গ্রাফিতি