হোম > অপরাধ > ময়মনসিংহ

অস্ত্রোপচারে প্রসূতি ও নবজাতকের মৃত্যুর পর পশু চিকিৎসক গ্রেপ্তার

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

অস্ত্রোপচারে প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগে পশু চিকিৎসক আবুল কাশেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১১টার দিকে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ভুল চিকিৎসায় শিশু ও প্রসূতি হত্যার অভিযোগ আনা হয়েছে। 

এর আগে গত বুধবার বেলা ২টার দিকে নেত্রকোনার বারহাট্টা উপজেলার চন্দ্রপুর গ্রামে অস্ত্রোপচারের পর প্রসূতি ও নবজাতকের মৃত্যুর এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী শরীফা আক্তার (২০) একই উপজেলার চন্দ্রপুর গ্রামের বাক্‌প্রতিবন্ধী হাইছ উদ্দিনের মেয়ে। গত বছর সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলায় বিয়ে হয় তাঁর। স্বামীর নাম মহসিন মিয়া। আর অভিযুক্ত পশু চিকিৎসক পাশের জীবনপুর গ্রামের আবুল কাশেম। 

জানা গেছে, প্রসবে সমস্যা হওয়ায় ওই পশু চিকিৎসক এপিসিওটমি করেন। এপিসিওটমি হলো যোনি এবং পায়ুপথের মধ্যবর্তী অংশ কেটে প্রসব সহজ করা। এতে ওই নারীর অতিরিক্ত রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণেই মারা যান তিনি। নবজাতকও মারা যায়।

গতকাল বৃহস্পতিবার রাতে শরীফার স্বামী মহসিন মিয়া বাদী হয়ে পশু চিকিৎসক আবুল কাশেমের বিরুদ্ধে হত্যা মামলা করেন। 

এদিন সকালে প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। পরে বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত চিকিৎসক আবুল কাশেমকে আটক করে পুলিশ। পরে রাতে মামলা হওয়ার পর তাঁকে গ্রেপ্তার দেখিয়ে সকালে আদালতে পাঠায় পুলিশ। 

বারহাট্টা থানার ওসি লুৎফুল হক বলেন, ‘অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান।’ 

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

মেলায় মিলল ৬০ কেজি ওজনের কচু