গত ২৪ ঘণ্টায় মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ বিভিন্ন অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহের কোতোয়ালি থানা-পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নগরীর কৃষ্টপুর আলিয়া মাদ্রাসার কাছ থেকে আলমগীরকে (৩১) দুই হাজার পিচ ইয়াবা ও চার বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলমগীর নগরীর নওমহল নন্দীবাড়ি এলাকার আবুল কাশেমের ছেলে। অপরদিকে নগরীর বাঘমারা এলাকা থেকে হেরোইনসহ মোখলেছুর রহমান অভিকে (২৫) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোখলেছুর রহমান অভি ভাটিকাশর বিক্রমপুরের মৃত ইয়াকুব আলীর ছেলে।
এছাড়াও অন্যান্য মামলার আরও পাঁচ আসামিসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে তাঁদের আদালতে পাঠিয়েছে পুলিশ।