Ajker Patrika
হোম > অপরাধ > ময়মনসিংহ

সাবেক স্ত্রীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ময়মনসিংহ প্রতিনিধি

সাবেক স্ত্রীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ময়মনসিংহের ফুলপুরে সন্তানের অসুস্থতার খবর দিয়ে সাবেক স্ত্রীকে (২৩) ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ফুলপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার গ্রেপ্তার তিন যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-উপজেলার দিউ গ্রামের রজব আলীর ছেলে মাসুদ রানা ওরফে মাসুদ মিয়া (২৫), কাড়াহা এলাকার মিরাজ আলীর ছেলে মো. জজ মিয়া (৩৭) ও জাগির কাজিয়াকান্দা গ্রামের মো. রহিছ উদ্দিনের ছেলে মো. আমিনুল ইসলাম (৩২)। 

আজ শুক্রবার বিকেলে আসামিদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাজুল ইসলাম সোহাগ তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশের পরিদর্শক প্রসুন কান্তি দাস বলেন, ‘ফুলপুরে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে আদালত তোলা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’ 

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘প্রায় তিন বছর আগে মাসুদ মিয়ার সঙ্গে ভুক্তভোগী তরুণীর বিয়ে হয়। তাঁদের ঘরে এক ছেলে সন্তানও আছে। এক বছর আগে পারিবারিক কলহের জেরে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। তবে সন্তান স্বামী মাসুদ মিয়ার কাছে থাকত। গত ১১ জুন ছেলের অসুস্থতার খবর দিয়ে সাবেক স্ত্রীকে ফুলপুর ডেকে এনে মাসুদ মিয়া তাঁর দুই বন্ধুকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন। পরে এই ঘটনায় ওই তরুণী গত বুধবার বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।’

বন্ধ সংযোগে ১০ বছর পর বিল ৩৬ হাজার

ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১২ ইটভাটামালিকের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় নেত্রকোনায় যুবক আটক

বকশীগঞ্জে ৪ ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা

ভাষাশহীদ আব্দুল জব্বার স্মরণে ‘চিরভাস্বর’ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন

কেন্দুয়ায় ‘মাজারে’ হামলা, ওরস পণ্ড

নেত্রকোনায় মাছ লুটের মামলায় ছাত্রদলের নেতাসহ গ্রেপ্তার ৩

স্কুলের বারান্দায় মাদকের আড্ডা, বাধা দেওয়ায় ৪ তরুণকে কুপিয়ে জখম

শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধ ঠেকাতে বিক্ষোভ, ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর