হোম > অপরাধ > ময়মনসিংহ

সমবায় সমিতির টাকা আত্মসাৎ করায় প্রভাষক গ্রেপ্তার 

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে সমবায় সমিতির নামে ৪০ কোটি টাকা আত্মসাৎ করে দীর্ঘদিন ধরে লাপাত্তা থাকা প্রভাষক আকবর হোসেনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গতকাল বুধবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, আকবর হোসেন উপজেলার হাতীভাঙ্গা মোফাজ্জল মিঞা মেমোরিয়াল ডিগ্রি কলেজের গণিতের প্রভাষক। তিনি সমাজসেবার নামে উপজেলার কাঠারবিল বাজারে যমুনা বহুমুখী সমবায় সমিতি গঠন করেন। সমিতির সদস্যদের মাঝে সঞ্চয় ও ঋণ কার্যক্রম শুরু করে অল্প সময়ের মধ্যে বেশ সুনাম অর্জন করেন তিনি। এতে দিনদিন আকবরের গড়ে তোলা সমিতির সদস্য সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। পরবর্তীতে ২০২০ সালের মার্চ মাসে জামালপুরের দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও বকশীগঞ্জ; গাইবান্ধার ফুলছড়ি; কুড়িগ্রামের রাজিবপুর, রৌমারী উপজেলার সাড়ে ৬ হাজার সদস্যদের কাছ থেকে প্রায় ৪০ কোটি টাকা বেশি অর্থ সমিতির তহবিলে জমা হয়। সমিতিটি কয়েক বছর সদস্যদের সঞ্চয়ের বিপরীতে মুনাফার টাকা নিয়মিত পরিশোধ করে।

হঠাৎ ২০২০ সালে সমিতির কার্যক্রমে স্থবিরতা দেখা দিলে সদস্যরা তাঁদের জমানো জামানতের মুনাফার অর্থসহ ও মূল টাকা ফেরতের জন্য সমিতির পরিচালক আকবরকে চাপ দেন। কিন্তু মুনাফা তো দূরের কথা সঞ্চয়ের আসল টাকা ফেরত দিতে টালবাহানা শুরু করে সমিতির কর্তৃপক্ষ। অপরদিকে, একই বছর আত্মগোপন করেন আকবর হোসেন। ফলে জমানতের অর্থ ফেরতের দাবিতে ভুক্তভোগী সদস্যরা তাঁর নামে মামলা দায়ের এবং বিভিন্ন সময় আকবরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর বলেন, আকবর আট মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বহুদিন থেকে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। গতকাল রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আজ বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু