Ajker Patrika
হোম > অপরাধ > ময়মনসিংহ

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ফেসবুকে ছড়ানোর মামলায় যুবক গ্রেপ্তার

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ফেসবুকে ছড়ানোর মামলায় যুবক গ্রেপ্তার

শেরপুরের শ্রীবরদীতে এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ মো. ইউসুফ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে চকবন্দি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে শ্রীবরদী থানা-পুলিশ। 

ইউসুফ চকবন্দী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ওই ভুক্তভোগীর মা বাদী হয়ে মো. ইউসুফকে প্রধান আসামি ও অজ্ঞাতনামা আরও ২ জনকে আসামি করে শ্রীবরদী থানায় নারী নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন। 

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার একটি মাদ্রাসার শিক্ষার্থীকে মো. ইউসুফ কিছুদিন যাবৎ উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় ওই শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে ওই শিক্ষার্থীকে কৌশলে ইউসুফের বাড়িতে নিয়ে ধর্ষণ করে ও মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে। ইউসুফ ওই শিক্ষার্থীকে পুনরায় শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিলে মেয়েটি মাকে জানায়। পরে ক্ষিপ্ত হয়ে আসামি ইউসুফ ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর মা থানায় অভিযোগ করেন। 

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ‘মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাই। অভিযোগের প্রেক্ষিতে আসামি মো. ইউসুফ আলীকে গ্রেপ্তার ও ভিডিও ক্লিপটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শ্রীবরদী থানায় মামলা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।

ময়মনসিংহে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় নেত্রকোনায় যুবক আটক

বকশীগঞ্জে ৪ ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা

ভাষাশহীদ আব্দুল জব্বার স্মরণে ‘চিরভাস্বর’ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন

কেন্দুয়ায় ‘মাজারে’ হামলা, ওরস পণ্ড

নেত্রকোনায় মাছ লুটের মামলায় ছাত্রদলের নেতাসহ গ্রেপ্তার ৩

স্কুলের বারান্দায় মাদকের আড্ডা, বাধা দেওয়ায় ৪ তরুণকে কুপিয়ে জখম

শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধ ঠেকাতে বিক্ষোভ, ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর

চাঁদাবাজির মামলায় নেত্রকোনায় কৃষক দল নেতা গ্রেপ্তার

ম্যাঙ্গো জুস কারখানায় পাওয়া গেল না কোনো আম