হোম > অপরাধ > ময়মনসিংহ

সালিসের পরই মারধর, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন বাবা

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে সালিস বৈঠক স্থলে হামলায় সোহরাব হোসেন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোহরাব হোসেন দক্ষিণ কাঠারবিল গ্রামের বদিউজ্জামানের ছেলে। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণ কাঠারবিল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, দক্ষিণ কাঠারবিল গ্রামের ফরহাদ হাসেন তাঁর স্ত্রী স্বপ্নাকে যৌতুকের জন্য বিভিন্ন সময় নির্যাতন করতেন। এ নিয়ে স্বপ্নার বাবা গত সামবার রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিস বৈঠকের আয়োজন করেন। বৈঠকে ফরহাদ, স্বপ্না দম্পতির কলহের বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় গণ্যমান্য ব্যক্তিরা চলে যান।

এরপর বৈঠকে উপস্থিত স্বপ্নার নিকটাত্মীয় সোহরাব হোসেনের ছেলে শফিকুল ইসলামের সঙ্গে ফরহাদ হোসেনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শফিকুল ইসলামকে বেধড়ক মারধর করেন ফরহাদ ও তাঁর লোকজন। ছেলেকে বাঁচাতে সোহরাব হোসেন এগিয়ে গেলে তাঁকেও মারধর করে তারা। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সোহরাব হোসেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সোহরাব হোসেনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় দক্ষিণ কাঠালবিল গ্রামের ফইজল ইসলামর স্ত্রী মাজেদা (৫০) ও রিপন মিয়ার স্ত্রী সাদিয়া বেগমকে (২২) ওই রাতেই আটক করে পুলিশ।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর আজকের পত্রিকাকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

ভালুকায় পিটিয়ে হত্যা: চাকরিতে ইস্তফা দিতে বাধ্য করে জনতার হাতে তুলে দেওয়া হয়— র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

মেলায় মিলল ৬০ কেজি ওজনের কচু

বিজয় দিবস উদ্‌যাপনে মুছে ফেলা হলো জুলাই আন্দোলনের গ্রাফিতি