ময়মনসিংহের নান্দাইলে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে (২৪) ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের নেতা বেকার সুমনকে (৩০) আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে জেলার ফুলবাড়িয়া উপজেলা থেকে তাঁকে আটক করা হয়।
সুমন উপজেলার খারুয়া ইউনিয়নের খারুয়া গ্রামের বাসিন্দা। তিনি একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
এদিকে সুমন আটক হওয়ার পর মঙ্গলবার রাতে দলীয় শৃঙ্খলাবহির্ভূত কাজে জড়িত থাকার দায়ে তাঁকে ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সদস্যপদ থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। তাঁর স্থানে সহসভাপতি আন্নাছ মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, গত শুক্রবার রাতে ভালুকা উপজেলার এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে নান্দাইলের এক জঙ্গলে নিয়ে সুমন ও আমান উল্লাহ্ (২৩) ধর্ষণ করেন। গত শনিবার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এদিন ভুক্তভোগীর বাবা নান্দাইল থানায় অভিযোগ দিতে চাইলে স্থানীয় চেয়ারম্যান বাধা দেন। পরদিন সোমবার ‘বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণ, অভিযোগ নেয়নি পুলিশ’ শিরোনামে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে মঙ্গলবার সুমনকে আটক করে পুলিশ।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, ‘এর আগে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। সোমবার ঘটনাটি জানতে পেরে নারীর অভিযোগের ভিত্তিতে সুমনকে আটক করি। অভিযুক্ত অন্যদের আটকে অভিযান চলছে। তবে এখনো এ বিষয়ে মামলা হয়নি।’