Ajker Patrika
হোম > অপরাধ > ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে নির্বাচনী সহিংসতায় পাবেল হত্যা মামলায় গ্রেপ্তার ১

ময়মনসিংহ প্রতিনিধি

ঈশ্বরগঞ্জে নির্বাচনী সহিংসতায় পাবেল হত্যা মামলায় গ্রেপ্তার ১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় পাবেল মিয়া হত্যা মামলায় মো. রমজান আলী (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‍্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেপ্তারকৃত রমজান আলী ঈশ্বরগঞ্জের গাতীপাড়া গ্রামের মৃত আসন আলীর ছেলে। নিহত পাবেল মিয়া ওই এলাকার রুহুল আমিনের ছেলে। 

জানা যায়, সপ্তম ধাপে গত ৭ ফেব্রুয়ারি জেলার ঈশ্বরগঞ্জের বড়হিত ইউনিয়নে রঘুনাথপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেম্বার প্রার্থী মতিউর রহমানের বাচ্চুর পক্ষে কাজ করে নিহত পাবেল মিয়া। নির্বাচনে মোহাম্মদ আলী বিজয়ী হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে। পরদিন ৮ ফেব্রুয়ারি সকালে পাবেলের পরিবারের সঙ্গে রমজান আলীর লোকজনের সংঘর্ষ হয়। এতে পাবেল গুরুতর আহত হন। এরপর তাঁকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাবেলের মৃত্যু হয়। 

এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় নিহতের বাবা রুহুল আমিন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। 

শ্রীবরদীতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৫

ধর্ষণকাণ্ডে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

ধর্ষকদের ফাঁসির দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ

অধিগ্রহণের জমিতে ঘর-দোকান

ময়মনসিংহে হাইড্রোজ ও ইউরিয়া মিশিয়ে ভাজা হচ্ছে মুড়ি

বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব, ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

ইঞ্জিনে আগুন, ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

মাছি দমনে ‘ফ্রুট ফ্লাই ট্র্যাপ’

মোবাইল নম্বর হ্যাক, ইউএনও পরিচয় দিয়ে ১৫০০ টাকা দাবি

হাট ইজারায় কোটি টাকায় সমঝোতা