হোম > অপরাধ > ময়মনসিংহ

বউ নিয়ে সাবেক ও বর্তমানের দ্বন্দ্ব, একজনকে কুপিয়ে অন্যজন কারাগারে

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে এক স্ত্রী নিয়ে দ্বন্দ্বের জেরে সাবেক স্বামী আলী হোসেনকে (৩০) ছুরিকাঘাতে গুরুতর জখম করেছেন বর্তমান স্বামী। অভিযুক্ত নাজমুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আহত আলী হোসেনকে (৩০) ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ রোববার মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন। 

গতকাল শনিবার দুপুরে মোহনগঞ্জ পৌরশহরের বিএনপি অফিস মোড়ে এ ঘটনা ঘটে। আহত আলী হোসেন উপজেলার পুটিউগা গ্রামের আবুল মিয়ার ছেলে। আর অভিযুক্ত নাজমুল ইসলাম উপজেলার সুয়াইর গ্রামের হককু মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমুল মাদকাসক্ত। এ নিয়ে দাম্পত্য কলহ চলছিল। এ পরিস্থিতিতে তাঁর স্ত্রী প্রতিবেশী আলী হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। একপর্যায়ে আলী হোসেনকে বিয়ে করে তাঁর সঙ্গেই সংসার শুরু করেন। কিছুদিন পর সেখানেও বনিবনা না হওয়ায় কয়েক মাস আগে নাজমুলের কাছে ফিরে আসেন। 

এ নিয়ে আলী হোসেন ও নাজমুলের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর মধ্যে তাঁদের মধ্যে কয়েক দফা হাতাহাতিও হয়েছে। গতকাল দুপুরে শহরের খাদ্যগুদামের সামনের রাস্তায় আলী হোসেনকে মারধর ও ছুরিকাঘাত করেন নাজমুল। বিএনপি অফিস মোড়ে গিয়ে একটি চালের দোকানে আশ্রয় নিলে সেখানেও তাঁকে মারধর ও ছুরিকাঘাত করেন নাজমুল। ছুরিকাঘাতে আলী হোসেন কানের কাছে গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে মমেক হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে নাজমুলকে আটক করে পুলিশ। 

পরে রাতে আহত আলী হোসেনের বাবা আবুল মিয়া বাদী হয়ে এ থানায় হত্যাচেষ্টা মামলা করেন। এতে নাজমুলকে প্রধান আসামি করা হয়। 

মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী বলেন, ‘স্ত্রী নিয়ে দ্বন্দ্বের জেরে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। তদন্ত করে বিস্তারিত জানা যাবে। জখমের ঘটনায় করা মামলায় নাজমুলকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

ভালুকায় পিটিয়ে হত্যা: চাকরিতে ইস্তফা দিতে বাধ্য করে জনতার হাতে তুলে দেওয়া হয়— র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

মেলায় মিলল ৬০ কেজি ওজনের কচু

বিজয় দিবস উদ্‌যাপনে মুছে ফেলা হলো জুলাই আন্দোলনের গ্রাফিতি