হোম > অপরাধ > ময়মনসিংহ

মদনে ধর্ষণের শিকার এক গৃহবধূ, থানায় মামলা 

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার মদন উপজেলায় এক গৃহবধূ (২৩) ধর্ষণের শিকার হয়েছেন। ভুক্তভোগী গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য আজ রোববার হাসপাতালে পাঠায় মদন থানার পুলিশ। 

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে গতকাল শনিবার রাতে শিপুল মিয়া (৩৫) নামের এক যুবককে আসামি করে মদন থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযুক্ত শিপুল মিয়া নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের ভূঁইয়াহাটি গ্রামের মৃত আশরাব মিয়ার ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবক ওই গৃহবধূর স্বামীর চাচাতো ভাই। গৃহবধূর স্বামী দিনমজুরের কাজের জন্য কয়েক দিন আগে সিলেটে চলে যান। এদিকে ওই গৃহবধূ তার দুই সন্তান নিয়ে বাড়িতে থাকেন। স্বামী বাড়িতে না থাকার সুযোগে গত ১৮ মার্চ (শুক্রবার) গভীর রাতে শিপুল মিয়া ওই গৃহবধূর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন। এ ঘটনায় এলাকায় কয়েক দফা সালিশ বসে। এতে কোনো রকম মীমাংসা না হওয়ায় গতকাল শনিবার রাতে মদন থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই গৃহবধূ। 

গোবিন্দশ্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইফতেখারুল আলম খান চৌধুরী আজাদ বলেন, ‘ঘটনাটি তাঁদের নিজেদের ব্যাপার। এ নিয়ে মীমাংসার জন্য আমার কাছে এসেছিল, কিন্তু মীমাংসা হয়নি। এখন আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।’ 

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রাতে থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ