ঈশ্বরগঞ্জের সৈয়দাবাদ এলাকার ডুমুরপুরি খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা ৪টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নশতি বাজারের আধা কিলোমিটার পশ্চিমে ডুমুরপুরী খালের পাশে একটি অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আব্দুল কাদের মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে ওসি বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। লাশ শনাক্ত করার চেষ্টা চলছে। বাকি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ওসি আরও বলেন, লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে লাশের শরীর থেকে লুঙ্গি পাওয়ায় ধারণা করা হচ্ছে সেটি কোন পুরুষের মরদেহ।