হোম > অপরাধ > ময়মনসিংহ

ঈদের দিন ভোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই অটোচালক নিহত

ময়মনসিংহ প্রতিনিধি

ঈদের দিন ভোরে ময়মনসিংহে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। 

আজ শনিবার ভোরে মহানগীর গোহাইলকান্দি পশ্চিমপাড়া ও বিপিন পার্কের সামনে এসএ সরকার গলিতে এ ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন—সদর উপজেলার দাপুনিয়া বাজারের চাঁন মিয়ার ছেলে সাদেক আলী (৩৫), একই উপজেলার চর ঘাগড়া এলাকার আক্কাস আলীর ছেলে হাবিবুর রহমান (৫১)। 

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, অটোরিকশাচালক সাদেক আলী ও হাবিবুর রহমান দুজনই রাতে অটোরিকশা চালায়। ভোরের দিকে একই ছিনতাইকারী দলের তিন সদস্য গোহাইলকান্দি পশ্চিমপাড়া ও বিপিন পার্কের সামনে এসএ সরকার গলিতে তাদের ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। 

নিহত সাদেক মিয়ার বড় ভাই মোশাররফ হোসেন বলেন, ‘সাদেক গতকাল দুপুর ১২টার দিকে অটোরিকশা নিয়ে বের হয়। পরে সকালে পুলিশ আমাদের কল দিয়ে জানায়, গোহাইলকান্দি এলাকা থেকে সাদেকের মরদেহ উদ্ধার করেছে। আমার ভাইয়ের হত্যাকারীদের কঠিন বিচার চাই।’ 

ওসি শাহ কামাল আকন্দ জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহ তিনজনকে আটক করা হয়। অটোরিকশা দুটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ত্রিশাল বাসস্ট্যান্ড: অবৈধ যান ও বাজারে যানজট মহাসড়কে

দাবি না মানলে ২৮ জানুয়ারি ট্রেন বন্ধ করে কর্মবিরতি

শেরপুরের মিষ্টি আলু রপ্তানি হচ্ছে জাপানে

ময়মনসিংহে ডিসি কার্যালয় ঘেরাও অটো চালকদের

৫ আগস্টের ঘটনায় উত্তরার হত্যা মামলায় আসামি বকশীগঞ্জের লোকজন, চাঁদাবাজির অভিযোগ

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর লাশ, শাশুড়ি আটক

ময়মনসিংহে ৩৬ থানা–পুলিশের কার্যক্রম সিসি ক্যামেরায় মনিটরিং

বাবরকে বরণে তোরণ-ফেস্টুনে সেজেছে হাওরাঞ্চল

তাবলিগ জামাতের সংকট নিরসনে শিক্ষার্থীদের ৩ প্রস্তাব

সেকশন