Ajker Patrika
হোম > অপরাধ > ময়মনসিংহ

টাকা গুনে দেওয়ার কথা বলে মেয়ের বিয়ের টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

ময়মনসিংহ প্রতিনিধি

টাকা গুনে দেওয়ার কথা বলে মেয়ের বিয়ের টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

ময়মনসিংহের ভালুকায় ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর গুনে দেওয়ার কথা বলে এক নারীর মেয়ের বিয়ের টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। শিখা রানী (৩৫) নামে ওই নারীর কাছ থেকে ৮০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করছেন ওই নারী।

আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের সোনালী ব্যাংক ভালুকা শাখায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিখা রানী উপজেলার ভায়াবহ গ্রামের মানিক চন্দ্র দাসের স্ত্রী।

প্রতারণার শিকার শিখা রানীর জানান, মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সোনালী ব্যাংক ভালুকা শাখায় অল্প অল্প করে টাকা জমাচ্ছিলেন। জানুয়ারি মাসে জেলার গফরগাঁওয়ে বিয়ের হওয়া কথা। তাই টাকা তুলতে সোনালী ব্যাংকে যান তিনি। সেখানে গিয়ে এক লাখ ৫ হাজার টাকা তোলেন। এ সময় ব্যাংকে একটি চক্র তাঁর কাছ থেকে টাকা গুনে দেওয়ার কথা বলে হাত থেকে নেয়। পরে টাকা গণনা শেষে প্রতারক চক্র ওই নারীর হাতে টাকা দিয়ে দেন। টাকা নিয়ে শিখা রানী জুয়েলারি দোকানে গিয়ে আবারও টাকা গুনে ৮০ হাজার টাকা কম পান। পরে সঙ্গে সঙ্গে ব্যাংকে এসে বিষয়টি জানান।

সোনালী ব্যাংক ভালুকা শাখার ব্যবস্থাপক সাইদুর রহমান বলেন, ‘ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করেছি। পরে পুলিশ এসে ব্যাংকের সিসিটিভি ফুটেজ নিয়ে গেছে।’

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) চন্দন চন্দ্র সরকার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ব্যাংকের ভেতর থেকেই ওই নারীর টাকা প্রতারকেরা নিয়ে গেছে।’

এ বিষয়ে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ দেখে প্রতারকদের চিহ্নিত করার চেষ্টা চলছে। প্রতারণার শিকার ওই নারী থানায় লিখিত অভিযোগ দিয়েছে।’ 

বন্ধ সংযোগে ১০ বছর পর বিল ৩৬ হাজার

ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১২ ইটভাটামালিকের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় নেত্রকোনায় যুবক আটক

বকশীগঞ্জে ৪ ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা

ভাষাশহীদ আব্দুল জব্বার স্মরণে ‘চিরভাস্বর’ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন

কেন্দুয়ায় ‘মাজারে’ হামলা, ওরস পণ্ড

নেত্রকোনায় মাছ লুটের মামলায় ছাত্রদলের নেতাসহ গ্রেপ্তার ৩

স্কুলের বারান্দায় মাদকের আড্ডা, বাধা দেওয়ায় ৪ তরুণকে কুপিয়ে জখম

শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধ ঠেকাতে বিক্ষোভ, ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর