হোম > অপরাধ > ময়মনসিংহ

ট্রাক নিয়ে গরু চুরি, ধাওয়া খেয়ে সব রেখে পালাল চোরের দল

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে পিকআপ ভ্যানে পা বাঁধা অবস্থায় সাতটি গরু রেখে পালিয়ে গেছে চোরের দল। আজ বুধবার সকালে উপজেলার জামালপুর–দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মালঞ্চ এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ উপজেলা শ্যামগঞ্জ কালীবাড়ি বাজার এলাকার তিনটি বাড়ি থেকে সাতটি গরু চুরি যায়। চোরেরা পিকআপ ভ্যান নিয়ে চুরি করতে এসেছিল। মেলান্দহ উপজেলার দেওয়ানগঞ্জ–জামালপুর মহাসড়ক দিয়ে জামালপুর শহরের দিকে ট্রাকটি যাচ্ছিল। চুরি যাওয়া একটি গরুর মালিক টের পেয়ে মোটরসাইকেল নিয়ে ট্রাকটির পিছু নেন। একপর্যায়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় ট্রাকটি। মোটরসাইকেলটি নিচে পড়ে ট্রাকের ইঞ্জিন বন্ধ হয়ে গেলে চোরের দল সব রেখে পালিয়ে যায়। 

গরুর মালিক শাহজালাল বলেন, ‘রাত ২টার পরে আমার চারটি গরু চুরি করে নিয়ে যায় তারা। আমি ভোরে বুঝতে পেরেছি যে আমার গরু চুরি গেছে। এর মধ্যে আমার একটা গরু মারা গেছে।’ 

গরুর মালিক সাইফুল ইসলাম বলেন, ‘আমার দুটি গরু, আমি সকালে বুঝেছি গরু চুরি গিয়েছে। সকালে ফেসবুকে দেখতে পাই ট্রাকে গরুর রেখে চোর পালিয়ে গেছে। পরে এসে দেখি এখানে আমার দুই গরু।’ 

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, ‘ট্রাকে গরু রেখে পালিয়ে গেছে চোরেরা। এই ঘটনায় মামলা হবে।’

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর লাশ, শাশুড়ি আটক

ময়মনসিংহে ৩৬ থানা–পুলিশের কার্যক্রম সিসি ক্যামেরায় মনিটরিং

বাবরকে বরণে তোরণ-ফেস্টুনে সেজেছে হাওরাঞ্চল

তাবলিগ জামাতের সংকট নিরসনে শিক্ষার্থীদের ৩ প্রস্তাব

জামালপুরে আইনজীবীর জামিন নামঞ্জুর, আদালত প্রাঙ্গণে হট্টগোল

ময়মনসিংহে মাজার ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ দাবি

ভালুকায় শিশুর গলায় ‘দা’ ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

ময়মনসিংহের কালু শাহ মাজার এলাকায় ১৪৪ ধারা জারি

নান্দাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সেকশন