Ajker Patrika
হোম > অপরাধ > ময়মনসিংহ

বাবা-ভাই-চাচার বিরুদ্ধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

বাবা-ভাই-চাচার বিরুদ্ধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফারুক মিয়া (৩৪) নামে এক যুবককে রশি দিয়ে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা, চাচা ও ভাইয়ের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

পিটিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পি এস এম মোস্তাছিনুর রহমান। তিনি জানান, নিহত ফারুক ওই এলাকার শাহীন উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদকাসক্ত ও উচ্ছৃঙ্খল হওয়ায় ফারুককে বাড়িতে ঢুকতে দিতেন না তাঁর বাবা। যে কারণে তিনি জেলার গৌরীপুর উপজেলার কলতাপাড়া এলাকায় হোসনা আক্তারকে বিয়ে করে শ্বশুরবাড়িতেই থাকতেন। সম্প্রতি নিজ ভাগের জায়গায় ঘর করবেন বলে বাবাকে জানান ফারুক। এসব নিয়ে তাঁর পরিবারের লোকজনদের সঙ্গে ঝামেলা চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় বাড়িতে গেলে তাঁকে বেঁধে রড দিয়ে পিটিয়ে হত্যা করেন তাঁর বাবা, দুই চাচা ও ছোট ভাই।

হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ -এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান হত্যায় অংশ নেওয়া ফরুকের ছোট ভাই। পরে পুলিশ বাড়িতে গিয়ে উঠানে পড়ে থাকা অবস্থায় ফারুকের নিথর দেহ উদ্ধার করে। এরই মধ্যে বাকিরা পালিয়ে যান।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পি এস এম মোস্তাছিনুর রহমান বলেন, ‘পিটিয়ে হত্যার পর জাতীয় জরুরি সেবায় ফোন করে বিষয়টি পুলিশকে জানায় হত্যায় অংশ নেওয়া নিহত ফারুকের ছোট ভাই। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত রশি ও রড উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে জড়িতরা পলাতক। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

মাছি দমনে ‘ফ্রুট ফ্লাই ট্র্যাপ’

মোবাইল নম্বর হ্যাক, ইউএনও পরিচয় দিয়ে ১৫০০ টাকা দাবি

হাট ইজারায় কোটি টাকায় সমঝোতা

জনস্বাস্থ্যের প্রকল্পে দুর্নীতি: জামানতের ৫ গুণ বেশি আদায়

নালিতাবাড়ীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১১

পাহারাদারকে হত্যা করে গরুর খামারে লুট

টেলিফোন সংযোগ নেই, বিল এল ১৭ হাজার

বন্ধ সংযোগে ১০ বছর পর বিল ৩৬ হাজার

ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১২ ইটভাটামালিকের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, আটক ১