হোম > অপরাধ > ময়মনসিংহ

বিধবা ভাতার টাকা মহিলা লীগ নেত্রীর মোবাইলে, সত্যতা পেলেন সমাজসেবা কর্মকর্তা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলের চণ্ডিপাশা ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক রিনা পণ্ডিত দেবনাথের বিরুদ্ধে দুই নারী ভাতাভোগীর ভাতার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। দুই বছর ধরে ওই নেত্রীর মোবাইল ব্যাংকিংয়ে এই টাকা যায়। এ নিয়ে ১৮ মে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। 

সংবাদের জেরে বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে নান্দাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইনসান আলী সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পান। 

উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের খামারগাঁও গ্রামের বিধবা নারী নুরুন্নাহার আক্তার ও রাশিদা বেগমের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ২০২১ সালে ভাতার কার্ড করেন রিনা পণ্ডিত দেবনাথ। 

এ বিষয়ে রিনা পণ্ডিত দেবনাথের ব্যবহার করা মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। 

নান্দাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইনসান আলী মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘সরেজমিনে তদন্ত করে কার্ডের টাকা হাতিয়ে নেওয়ার সত্যতা পেয়েছি। ভাতাভোগীদের বলেছি নম্বর পরিবর্তনের আবেদন করার জন্য। তাঁরা আবেদন করলে তাঁদের মোবাইল ব্যাংকিং নম্বরে টাকা দেওয়া হবে।’ 

তবে নেত্রীর নম্বরে যে টাকা গেছে সেটি উদ্ধারের ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হবে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, ‘অভিযোগ দিলে উদ্ধার করে দেওয়া হবে।’

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর লাশ, শাশুড়ি আটক

ময়মনসিংহে ৩৬ থানা–পুলিশের কার্যক্রম সিসি ক্যামেরায় মনিটরিং

বাবরকে বরণে তোরণ-ফেস্টুনে সেজেছে হাওরাঞ্চল

তাবলিগ জামাতের সংকট নিরসনে শিক্ষার্থীদের ৩ প্রস্তাব

জামালপুরে আইনজীবীর জামিন নামঞ্জুর, আদালত প্রাঙ্গণে হট্টগোল

ময়মনসিংহে মাজার ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ দাবি

ভালুকায় শিশুর গলায় ‘দা’ ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

ময়মনসিংহের কালু শাহ মাজার এলাকায় ১৪৪ ধারা জারি

নান্দাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সেকশন