Ajker Patrika
হোম > অপরাধ > ময়মনসিংহ

১৬ ইঞ্চি লম্বা তক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৪ 

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

১৬ ইঞ্চি লম্বা তক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৪ 

শেরপুরের শ্রীবরদীতে তক্ষকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বাজার এলাকা থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আজ শনিবার সকালে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) এবং বন আইনে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁদপুর জেলার উত্তর গোবিন্দিয়া গ্রামের রফিকুল ইসলাম (৪০), রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা গ্রামের হারুন মিয়া (৩০), শ্রীবরদী পৌরসভার পোরাগড় গ্রামের সুজন মিয়া (২৩) ও শেরপুর সদরের বামনের চর গ্রামের শাহিন মিয়া (১৯)। 

পুলিশ জানায়, শুক্রবার রাতে উপজেলা ভায়াডাঙ্গা বাজারের গরুর হাট সংলগ্ন পাকা রাস্তার ওপর একটি চক্র অবৈধভাবে বন্যপ্রাণী তক্ষক ক্রয়-বিক্রয় করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে রফিকুল ইসলাম, হারুন মিয়া, সুজন মিয়া ও শাহীন মিয়াকে পুলিশ আটক করে। 

পরে তল্লাশি করলে তাঁদের ব্যাগ থেকে ১৬ ইঞ্চি লম্বা ১৩৫ গ্রাম ওজনের একটি তক্ষক জব্দ করা হয়। এ সময় অন্যরা পালিয়ে য়ায়। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, খবর পেয়ে অভিযান চালিয়ে তক্ষকসহ চারজনকে আটক করা হয়েছে। পরে তাঁদের নামে মামলা হলে গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার দুপুরে শেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ময়মনসিংহে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় নেত্রকোনায় যুবক আটক

বকশীগঞ্জে ৪ ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা

ভাষাশহীদ আব্দুল জব্বার স্মরণে ‘চিরভাস্বর’ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন

কেন্দুয়ায় ‘মাজারে’ হামলা, ওরস পণ্ড

নেত্রকোনায় মাছ লুটের মামলায় ছাত্রদলের নেতাসহ গ্রেপ্তার ৩

স্কুলের বারান্দায় মাদকের আড্ডা, বাধা দেওয়ায় ৪ তরুণকে কুপিয়ে জখম

শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধ ঠেকাতে বিক্ষোভ, ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর

চাঁদাবাজির মামলায় নেত্রকোনায় কৃষক দল নেতা গ্রেপ্তার

ম্যাঙ্গো জুস কারখানায় পাওয়া গেল না কোনো আম