নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এক শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত শিশুটি কুতুবপুর গ্রামের মো: দিলু মিয়ার মেয়ে সায়েদা আক্তার (৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে এমন নৃশংস ঘটনা বলে ধারণা করা হচ্ছে। জমি নিয়ে একই গ্রামের মো: দিলু মিয়া, মো: ইউসুফ মিয়া এবং মলু মিয়ার সঙ্গে বিরোধ চলছিল।
আজ রোববার (১৫ মে) সকাল সাড়ে ছয়টার দিকে দিলু মিয়ার বাড়ির পাশে শিশুটির মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে খালিয়াজুরী থানার পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মুজিবুর রহমান বলেন, কে বা কারা ঘটনা ঘটিয়েছে এমন তথ্য এখনো পাওয়া যায়নি। তবে ঘটনার সত্যতা বের করার চেষ্টা করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।