ঈশ্বরগঞ্জ থানার পুলিশের বিশেষ অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটজন ও নারী শিশু নির্যাতন আইনে একজন এবং অন্যান্য মামলায় একজনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার তাঁদের ময়মনসিংহ জেলা আদালতে পাঠানো হয়েছে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারকৃতরা হলেন, পৌর সদরের দত্তপাড়া গ্রামের মো. সুলতান মিয়ার পুত্র যুবরাজ (১৯), মৃত হেলাল উদ্দিনের পুত্র মো. সুজন মিয়া (৪৫), চরনিখলা এলাকার মৃত মোস্তাকিম মিয়ার পুত্র সাদ্দাম হোসেন টিটু (৩০)। আটককৃতদের কাছে থেকে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১০ পুরিয়া হেরোইন, ধারালো দা, চাকু, চাপাতি, ছোরাসহ পাঁচজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো, পৌর সদরের ধামদি গ্রামের মৃত মারফত আলী চেয়ারম্যানের পুত্র শামীম আহম্মেদ (৫০), কাকন হাটি গ্রামের মৃত আব্দুল ছাত্তারের পুত্র শফিকুল ইসলাম শফিক (৪০), দত্তপাড়া গ্রামের আব্দুল কাদিরের পুত্র মো. মতিউর রহমান সেজান (৩০), মো. আজিজুল হকের পুত্র মোহাম্মদ মোজাহিদুল ইসলাম (২২), সদর ইউনিয়নের চর হোসেনপুর গ্রামের গোলাম রব্বানীর পুত্র মো. রিয়াদুল ইসলাম প্রান্ত (২৩)।
নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তার হয়েছেন উপজেলার সরিষা ইউনিয়নের কুর্শিপাড়া গ্রামের মৃত আব্দুল রশিদের পুত্র মো. জয়নাল মিয়া (২৩)। অন্যান্য মামলায় পৌর সদরের চরনিখলা গ্রামের মো. সাইফুল ইসলামের পুত্র মো. শাহারুল (২২)।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের বলেন, বিশেষ অভিযান চালিয়ে মাদক ও নারী শিশু মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদেরকে ময়মনসিংহ জেলা আদালতে পাঠানো হয়েছে।