Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামালপুরে আইনজীবীর জামিন নামঞ্জুর, আদালত প্রাঙ্গণে হট্টগোল

জামালপুর প্রতিনিধি 

জামালপুরে আইনজীবীর জামিন নামঞ্জুর, আদালত প্রাঙ্গণে হট্টগোল
আইনজীবী জাকির হোসেনের জামিন নামঞ্জুর করায় আদালত প্রাঙ্গণে হট্টগোল দেখা যায়। ছবি: আজকের পত্রিকা

জামালপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী জাকির হোসেনের জামিন নামঞ্জুর করায় আদালত প্রাঙ্গণে হট্টগোল দেখা দেয়। আজ বুধবার বেলা ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে তাঁর মুক্তির দাবিতে শতাধিক নারী-পুরুষ স্লোগান দেন। এ সময় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে একজন নারীসহ কয়েকজন আহত হন বলে জানা গেছে।

স্থানীয় ও আদালত সূত্র জানায়, জাকির হোসেনের বিরুদ্ধে মেলান্দহ উপজেলার নাংলা গ্রামে বাড়িঘর ভাঙচুরের অভিযোগে মামলা হয়। মামলার বাদী চায়না বেগম। আদালতে জামিন আবেদন করলে বিচারক তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। খবর পেয়ে আইনজীবীর স্বজন ও এলাকাবাসী আদালতে জড়ো হয়ে স্লোগান দেন।

পুলিশ তাঁদের সরানোর চেষ্টা করলে ধাক্কাধাক্কি হয়। এ সময় আহতদের মধ্যে জান্নাতুল হুমাইরা জেমি (জাকির হোসেনের ভাতিজি) বলেন, ‘আমি গ্রামের লোকজনকে বাইরে বসিয়ে ভেতরে প্রবেশ করতে গেলে পুলিশ মারধর শুরু করে। তারা আমাদের গ্রামের নিরীহ এলাকাবাসীকেও মারধর করেছে।’

আইনজীবীর জামিন নামঞ্জুর হওয়ার খবরে আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা দেখা যায়। ছবি: আজকের পত্রিকা
আইনজীবীর জামিন নামঞ্জুর হওয়ার খবরে আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা দেখা যায়। ছবি: আজকের পত্রিকা

আদালত প্রাঙ্গণের উত্তেজনা প্রায় আধা ঘণ্টা পর শান্ত হয়। এরপর জাকির হোসেনকে কারাগারে পাঠানো হয়।

কোর্ট ইন্সপেক্টর আবুল হোসেন বলেন, ‘আমাদের এখানে মারামারির মতো কোনো ঘটনা ঘটেনি। ধাক্কাধাক্কি হয়েছে। কিন্তু মারামারি হয়নি। তারা করতে চেয়েছিল। আমরা সর্বোচ্চ সতর্ক থেকে তাদের বোঝাতে সক্ষম হয়েছি।’

১৩ মাস পর যমুনায় সার উৎপাদন শুরু

ভালুকায় অটোরিকশায় প্রাইভেট কারের ধাক্কা, চালক নিহত

নকলায় ধর্ষণের আসামিকে ছিনিয়ে নিয়ে বিচার করতে থানা ঘেরাও

মাইনাসের ষড়যন্ত্র এখনো চলমান আছে: বাবর

শেরপুরে অটোরিকশা ও মোটরসাইকেলকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২

এসপিবিকের অনিয়ম: ধারের শিক্ষার্থী দেখিয়ে অর্থ লোপাট

র‍্যাম্পে হাঁটল ১৩০ বিড়াল

১০ পার্সেন্ট ভোট পেলে স‍্যালুট দেব: জামায়াতের উদ্দেশে বিএনপি নেতা ফজলুর

বিদ্যালয়ের কমিটি নিয়ে সংঘর্ষ, অভিভাবক সদস্য নিহত

নান্দাইলে স্বাস্থ্য কর্মকর্তার বদলি ঠেকাতে মানববন্ধন