Ajker Patrika
হোম > অপরাধ > ময়মনসিংহ

চালককে হত্যা করে সিএনজি ছিনতাই, মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

চালককে হত্যা করে সিএনজি ছিনতাই, মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোজাম্মেল (২৫) নামে এক চালককে হত্যা করে সিএনজি ছিনতাই করে নিয়ে গেছেন দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকালে উপজেলার আঠারবাড়ির মৃগালী এলাকায় ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ি সড়কের পাশ থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মোজাম্মেল নান্দাইলের ঝালুয়া বাজার সংলগ্ন সাভার গ্রামের মো. ফরিদ মিয়ার ছেলে।

মোজাম্মেলের ছোট ভাই শিপন মিয়া বলেন, গতকাল সোমবার রাতে বাবার মোবাইলে বড়ভাই মোজাম্মেলের নম্বর থেকে একটি কল আসে। কলে বাবার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। কথা বলা শেষ হলে সঙ্গে সঙ্গে নম্বরটি বন্ধ হয়ে যায়। 

পরে রাতে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও বড়ভাইকে না পাওয়া গেলে আজ সকালে নান্দাইল থানায় জিডি করতে যাওয়ার সময় ফেসবুকে আঠারবাড়ি এলাকায় একটি মরদেহ পাওয়া গেছে বলে জানতে পারি। পরে ছবি দেখে বড়ভাইয়ের মরদেহ শনাক্ত করা হয়। 

শিপন মিয়া আরও বলেন, মোজাম্মেল নান্দাইল-কেন্দুয়া রোডে ভাড়ায় সিএনজি চালাত। তাঁর ৩ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। 

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা হওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

শ্রীবরদীতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৫

ধর্ষণকাণ্ডে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

ধর্ষকদের ফাঁসির দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ

অধিগ্রহণের জমিতে ঘর-দোকান

ময়মনসিংহে হাইড্রোজ ও ইউরিয়া মিশিয়ে ভাজা হচ্ছে মুড়ি

বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব, ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

ইঞ্জিনে আগুন, ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

মাছি দমনে ‘ফ্রুট ফ্লাই ট্র্যাপ’

মোবাইল নম্বর হ্যাক, ইউএনও পরিচয় দিয়ে ১৫০০ টাকা দাবি

হাট ইজারায় কোটি টাকায় সমঝোতা