Ajker Patrika
হোম > অপরাধ > ময়মনসিংহ

আটপাড়ায় বোনজামাইয়ের হাতে শ্যালক খুন

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি

আটপাড়ায় বোনজামাইয়ের হাতে শ্যালক খুন

নেত্রকোনার আটপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে পিয়াস নামে (১৯) এক যুবককে গলা কেটে হত্যা করেছেন তাঁর বোনজামাই সুনু ফকির। আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর ইকবাল। এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। নিহত পিয়াস উপজেলার বানিয়াগাতী গ্রামের মৃত মজু মিয়ার ছেলে। এ ঘটনায় তাঁর বোন হেনা আক্তার ও বোনজামাইকে আটক করেছে পুলিশ। 

স্থানীয়দের বরাত দিয়ে অফিসার ইনচার্জ জানান, গতকাল সন্ধ্যার দিকে উপজেলার শ্রীরামপাশা এলাকায় রাসেল মিয়ার পতিত জমিতে হেনা আক্তারের সঙ্গে তাঁর মা রুমেলা আক্তারের জমিজমা ও পারিবারিক বিষয়াদি নিয়ে কথা-কাটাকাটি হয়। এ সময় পিয়াস মাকে ফিরিয়ে আনতে গেলে বোনজামাই সুনু ফকিরের সঙ্গে পিয়াসের হাতাহাতি হয়। একপর্যায়ে সুনু ফকির পিয়াসের গলায় ধারালো ছুরি দিয়ে টান দিলে মারাত্মকভাবে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিয়াসকে মৃত ঘোষণা করেন। 

মো. জাফর ইকবাল আরও বলেন, ঘটনার পর সুনু ফকির ও হেনা আক্তারকে আটক করা হয়েছে। তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লিখিত অভিযোগ পেলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

মোহনগঞ্জে অবৈধ ইটভাটা ধ্বংস, মালিকের লাখ টাকা জরিমানা

ব্যাংকের এমডি দুলাভাইয়ের নাম ভাঙিয়ে প্রতারণা, সাজাপ্রাপ্ত শ্যালক জেলে

৩ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা

নেত্রকোনায় যুবককে বাজার থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা

নকলা উপজেলা পরিষদের কর্মচারীর ‘কেলেঙ্কারি’: এখনো ব্যবস্থা নেওয়া হয়নি, অফিসও করছেন

শেরপুরে বিএনপি নেতা বাদল হত্যায় গ্রেপ্তার ৩

গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

মোহনগঞ্জে ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

জামালপুরে বাসচাপায় অটোরিকশাযাত্রী নিহত, বাসে আগুন

লাইনে দাঁড়িয়েও মিলছে না টিসিবির পণ্য