কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের তাড়াইলে ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত রোববারের এ ঘটনায় গতকাল মঙ্গলবার থানায় মামলা করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার বেলা একটার দিকে শিশুটি অন্য শিশুদের সঙ্গে খেলছিল। তখন অভিযুক্ত আব্দুল মালেক (৩০) কৌশলে অন্য শিশুদের টাকা দিয়ে বিস্কুট কিনতে দোকানে পাঠিয়ে দেন। এ সময় তাঁর স্ত্রী বাড়িতে ছিল না। এই সুযোগে শিশুটিকে বিস্কুটের লোভ দেখিয়ে ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। তখন শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে আব্দুল মালেক পালিয়ে যান।
গতকাল শিশুটির বাবা বাদী হয়ে তাড়াইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
এ বিষয়ে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে পলাতক থাকায় আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। তবে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।