Ajker Patrika
হোম > অপরাধ > ময়মনসিংহ

চাচার দায়ের কোপে স্ত্রীর মৃত্যু, পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচালেন ভাতিজা

ময়মনসিংহ প্রতিনিধি

চাচার দায়ের কোপে স্ত্রীর মৃত্যু, পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচালেন ভাতিজা

ময়মনসিংহের মুক্তাগাছায় শিউলি আক্তার (৩০) নামে এক নারীকে কুপিয়ে হত্যার করার অভিযোগ উঠেছে চাচা শ্বশুরের বিরুদ্ধে। ওই নারীর স্বামী শরিফুল ইসলামকে দা নিয়ে তাড়া করেন তিনি। পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণে রক্ষা পান তিনি। 

আজ শনিবার সকালে উপজেলার বাঁশাটি ইউনিয়নের গোয়ারী উত্তর গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়দের বরাত দিয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, উপজেলার গোয়ারী উত্তর গ্রামের সিএনজি চালিত অটোরিকশার চালক শরিফুল ইসলাম ও শিউলি আক্তার দম্পতির তিন কন্যা সন্তান রয়েছে। অভিযুক্ত সোলায়মান একই বাড়ির নেওয়াজ আলীর ছেলে এবং শরিফুলের আপন চাচা। 

গতকাল শুক্রবার বিকেলে সোলায়মানের শিশু সন্তানের সঙ্গে শরিফুলের শিশু সন্তানের ঝগড়া হয়। সেই ঝগড়ার জেরে আজ সকালে সোলায়মান শরিফুল ও তাঁর স্ত্রীকে ঘুম থেকে ডেকে তোলেন। কথা-কাটাকাটির একপর্যায়ে সোলায়মান দা দিয়ে কুপিয়ে শিউলি আক্তারকে গুরুতর আহত করেন। ঘটনাস্থলেই শিউলির মৃত্যু হয়। পরপর শরিফুলকে দা নিয়ে তাড়া করেন সোলায়মান। শরিফুল দৌড়ে বাড়ির পাশের পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণে রক্ষা পান। 

ওসি আরও বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ধানখেত দেখতে বের হয়ে নিখোঁজ, পরদিন মিলল কৃষকের লাশ

সরিষাবাড়ীতে মেলায় গিয়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

জামালপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫ পদের ১২ টিতেই বিএনপির জয়

দুর্গাপুরে গুদাম থেকে ৪ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ

মদনে ইয়াবাসহ দুই সহোদর আটক

অপারেশন ডেভিল হান্ট: নকলায় পৌর কাউন্সিলর গ্রেপ্তার

১৫ ফুট উঁচু পথ মাড়িয়ে উঠতে হয় সেতুতে

খরস্রোতা মগড়া নদী যেন ফসলের মাঠ

প্রধান শিক্ষকের পদ নিয়ে দ্বন্দ্ব, ব্যাহত পাঠ

প্রধান শিক্ষকের পদ নিয়ে দ্বন্দ্ব চাচি-ভাতিজার, ব্যাহত পাঠ