Ajker Patrika
হোম > অপরাধ > ময়মনসিংহ

নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত টয়লেটে মিলল শিশুর লাশ, গ্রেপ্তার চাচা 

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত টয়লেটে মিলল শিশুর লাশ, গ্রেপ্তার চাচা 

ময়মনসিংহের ত্রিশালে নিখোঁজের চার দিন পর এক শিশুর লাশ একটি পরিত্যক্ত টয়লেট থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণ মামলায় শিশুর চাচাকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে শিশুর লাশ উদ্ধার করা হয়। 

নিহত বাইজিদ মাহমুদ (৬) গত ২৪ মার্চ থেকে নিখোঁজ ছিল। তার বাড়ি ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। তার বাবার নাম জাহাঙ্গীর আলম। বাইজিদের আপন চাচা গ্রেপ্তার সোহাগ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার বিকেল থেকে বাইজিদ নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে নানা জায়গায় খোঁজ করা হয়। না পেয়ে একপর্যায়ে আশেপাশের এলাকায় মাইকিং করা হয়। কিন্তু কোথাও বাইজিদের সন্ধান পাওয়া যায়নি। পরে তার স্বজনেরা ত্রিশাল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

পরে মোবাইল ফোনে বাইজিদের মুক্তিপণ চেয়ে কল দেওয়া হয়। এ ঘটনায় স্বজনেরা থানায় অপহরণ মামলা করেন। পরে তথ্য প্রযুক্তির সাহায্যে বাইজিদের চাচা সোহাগকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর দেওয়া তথ্যমতে আজ বৃহস্পতিবার বিকেলে শিশু বাইজিদের মরদেহ পার্শ্ববর্তী কলাবাগানের একটি পরিত্যক্ত টয়লেট থেকে উদ্ধার করা হয়। 

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘তদন্তের সূত্র ধরে ও তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে একজনকে গ্রেপ্তার করলে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী তাঁর দেওয়া তথ্যমতে লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) অরিত সরকার বলেন, ‘জিডির পর থানায় অপহরণ মামলা হয়। আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় জাহাঙ্গীরের ছেলে বাইজিদের লাশটি পরিত্যক্ত টয়লেট থেকে উদ্ধার করি।’

মোহনগঞ্জে অবৈধ ইটভাটা ধ্বংস, মালিকের লাখ টাকা জরিমানা

ব্যাংকের এমডি দুলাভাইয়ের নাম ভাঙিয়ে প্রতারণা, সাজাপ্রাপ্ত শ্যালক জেলে

৩ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা

নেত্রকোনায় যুবককে বাজার থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা

নকলা উপজেলা পরিষদের কর্মচারীর ‘কেলেঙ্কারি’: এখনো ব্যবস্থা নেওয়া হয়নি, অফিসও করছেন

শেরপুরে বিএনপি নেতা বাদল হত্যায় গ্রেপ্তার ৩

গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

মোহনগঞ্জে ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

জামালপুরে বাসচাপায় অটোরিকশাযাত্রী নিহত, বাসে আগুন

লাইনে দাঁড়িয়েও মিলছে না টিসিবির পণ্য