পাকিস্তানে ট্রাক ও বাস থেকে যাত্রী নামিয়ে পরিচয় যাচাইয়ের পর গুলি করে অন্তত ২৩ জনকে হত্যা করা হয়েছে। আজ সোমবার (২৬ আগস্ট) দেশটির বালুচিস্তান প্রদেশের মুসাখাইল জেলায় এ ঘটনা ঘটে।
পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
মুসাখাইলের সহকারী কমিশনার নজীব কাকার জানান, অস্ত্রধারীরা মুসাখাইল জেলার রারাশাম এলাকায় আন্তঃপ্রাদেশিক মহাসড়ক অবরোধ করে এবং বাস থেকে যাত্রীদের নামিয়ে দেয়। এরপর তাঁরা যাত্রীদের গুলি করে হত্যা করেছে। নিহতরা পাঞ্জাবের বাসিন্দা বলে শনাক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, অস্ত্রধারীরা ১০টি গাড়িতে আগুন দিয়েছে। পুলিশ ও লেভিস কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো হাসপাতালে স্থানান্তর করতে শুরু করেছেন।