Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

জামিনের পর থানা পোড়ানোর মামলায় সাবেক এমপি কালাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

জামিনের পর থানা পোড়ানোর মামলায় সাবেক এমপি কালাম গ্রেপ্তার
জামিনের পর থানা পোড়ানোর মামলায় সাবেক এমপি কালাম গ্রেপ্তার। ফাইল ছবি

জামিনে মুক্তির পর আটক সাবেক এমপি আবুল কালাম আজাদকে রাজশাহীর মোহনপুর থানা পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ৪ আগস্ট মোহনপুর থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ নিয়ে পুলিশ বাদী হয়ে মামলা করে। এজাহারে নাম না থাকলেও ‘তদন্তে প্রাপ্ত’ আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ বৃহস্পতিবার জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২ অক্টোবর আবুল কালাম আজাদকে রাজধানী থেকে আটক করে র‍্যাব। এরপর ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় বাগমারা থানায় করা দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। মামলা দুটিতে তিনি হাইকোর্টে জামিন পান।

এরপর গতকাল বুধবার রাত ৮টার দিকে আবুল কালাম আজাদ রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এরপর কারাফটকে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাঁকে আটক করে নিয়ে যান।

এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বলেন, আটকের পর আবুল কালাম আজাদকে মোহনপুর থানা পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ (বৃহস্পতিবার) তাঁকে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তা চাইলে তাঁর রিমান্ড চাইবেন।

শিমখেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, প্রতীকী জানাজা রাবি শিক্ষার্থীদের

একটা গোষ্ঠী চাচ্ছে না যে আমরা স্থিতিশীল হই: আইজিপি

বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ সহজ নয়: আসিফ নজরুল

ফাগুনের বৃষ্টিতে মুকুল নিয়ে উদ্বিগ্ন চাষিরা

জ্বালানি খাত জিম্মি করছেন আওয়ামী লীগের নেতারা

বগুড়ায় অপসারণের দাবিতে অধ্যক্ষকে অবরুদ্ধ

মন্দিরে দুই দফায় ভাঙচুর, যুবদল নেতা আটক

আহত ছেলেকে দেখতে যাওয়ার পথে মা নিহত

টিসিবির কার্ড নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, মহাসড়ক অবরোধ