Ajker Patrika
হোম > অপরাধ > রাজশাহী

বিদ্যালয়ে প্রধান শিক্ষককে জুতাপেটা করলেন সভাপতির স্ত্রী

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

বিদ্যালয়ে প্রধান শিক্ষককে জুতাপেটা করলেন সভাপতির স্ত্রী

বগুড়ার সারিয়াকান্দিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জুতা দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বুধবার সকাল পৌনে ১১টায়।

ঘটনার শিকার কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল গফুর সরকার বলেন, ‘২০০৭ সালের ৫ জুলাই মাসে যোগদান করি স্কুলটিতে। গত বুধবার বিদ্যালয়ে যথারীতি এসে পাঠদান শুরু করি। সকাল পৌনে ১১টার দিকে বিদ্যালয় কমিটির সভাপতি মামদুদুর রহমান রিপন সাহেবের স্ত্রী জান্নাতুল মাওয়া লিজা (৩০) আসেন। কথা আছে বলে আমাকে শ্রেণিকক্ষ থেকে ডেকে অফিস রুমে আনেন। এ সময় কক্ষে আরও ক’জন অভিভাবক, শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিল। ওই নারী আমাকে বলেন যে, আপনার নামে নারী কেলেঙ্কারি হতে পারে। আপনি বদলি হয়ে অন্য বিদ্যালয়ে চলে যান। এ নিয়ে কথা বলাবলির একপর্যায়ে পা থেকে স্যান্ডেল খুলে আমাকে এলোপাতাড়ি মারধর করতে থাকেন। এর পরপরই তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।’

জানাজানি হলে কুতুবপুর চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন এসে ঘটনাটি মীমাংসার চেষ্টা করেন। 

অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে জান্নাতুল মাওয়া লিজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ ঘটনা তো বুধবারই মীমাংসা হয়ে গেছে। আমাদের চেয়ারম্যান সাহেব এসে ঘটনাটির মীমাংসা করে দিয়েছেন।’

জানতে চাইলে বিদ্যালয় কমিটির সভাপতি মামদুদুর রহমান রিপন বলেন, ‘এটি ছিল একটি মিসটেক ঘটনা। সেটাতো আপস-মীমাংসা হয়েই গেছে।’ 

উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফজলে নূর নান্নু ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাতো স্থানীয় না। তাঁরা দূর থেকে এসে পাঠদান করেন। যে যার মতো মারধর বা অপমান করলেও কারও কিছু বলার থাকে না। আমরা ঘটনাটি নিয়ে উপজেলা শিক্ষা অফিসার ও ইউএনও সাহেবের কাছে অভিযোগ করব।’ 

ঘটনা মীমাংসা করে দেওয়ার ব্যাপারে জানতে চাইলে কুতুবপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন বলেন, ‘ঘটনাটি জানার পর দুপুরে আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। প্রধান শিক্ষক আবদুল গফুর ছাড়া তেমন কাউকে পাইনি। শিক্ষককে মারধর করার ঘটনা খুবই দুঃখজনক। কোনো দোষ করে থাকলে তা শিক্ষা কর্মকর্তাদের জানাবেন। আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক হয়নি। আমি  মিটমাট করে দিইনি।’

এ ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না জানতে চাইলে সারিয়াকান্দি উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম কবির বলেন, ‘বৃহস্পতিবার বিকালে ওই প্রধান শিক্ষক বিষয়টি সম্পর্কে আমাকে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। রবিবার তাঁদের সঙ্গে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

‘ঢাবি আধিপত্যের’ প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর, বিএনপির ৪ নেতাকে শোকজ

বার কাউন্সিলের পরীক্ষার ফি কমানোর দাবি রাবি শিক্ষার্থীদের

পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হলো বিএনপি নেতার কৃষিযন্ত্র

প্রসবকালে মাথা বিচ্ছিন্ন হয়ে নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ধামইরহাটে সরকারি জমির মাটি কাটায় জরিমানা