রাজশাহীর পুঠিয়ায় রেজাউল ইসলাম (৪২) নামের এক চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ রোববার (৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার জিউপাড়া ইউনিয়নের সরিষাবাড়ী বাজারের পাশে এ ঘটনা ঘটে। রেজাউল ইসলাম নাটোর সদর উপজেলার জালালাবাদ গ্রামের আব্দুল করিমের ছেলে।
সরিষাবাড়ী বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ ভোরে একজন ভ্যানচালক রাস্তার পাশে ওই অটোরিকশাচালককে পড়ে থাকতে দেখেন। পরে ডাক দিলে আশপাশের লোকজন এসে তাঁকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। অবস্থা গুরুতর হলে সেখান থেকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।
পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাব্বির রহমান বলেন, ‘স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় ওই অটোরিকশাচালককে নিয়ে আসেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। তাই এখানে ভর্তি না করে তাঁকে দ্রুত রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ ব্যাপারে জানতে চাইলে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।’