চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১ কোটি ৯৫ লাখ টাকার হেরোইনসহ আব্দুল আলিম (২৩) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব–৫)। এ সময় তাঁর কাছ থেকে ১ কেজি ৯৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে র্যাব।
গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব। আলিম শিবগঞ্জ উপজেলার মির্জাপুর মুচড়াপাড়া গ্রামের মো. মোস্তফার ছেলে।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কাশিপুর গ্রামে অভিযান পরিচালনা করে র্যাব। ওই গ্রামে বুলু মিয়ার লেদের দোকানের সামনে থেকে হেরোইনসহ আব্দুল আলিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৯৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৯৫ লাখ টাকা।