প্রতিনিধি, শাজাহানপুর (বগুড়া)
বগুড়ার শেরপুরে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর আসাদুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই গ্রামের আমতলা তিনমাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত ফজলুল হকের ছেলে। জামাই সাব্বির (২৫) হোসেন একই গ্রামের শাহিন আকন্দের ছেলে। এক বছর আগে সাব্বিরের সঙ্গে আসাদুলের মেয়ে শিমুর বিয়ে হয়েছিল।
খামারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব বলেন, সাব্বির ও শিমুর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। প্রায় এক বছর আগে তাঁরা পালিয়ে বিয়ে করেন। এ ঘটনা মেনে নেননি আসাদুল। এতে ক্ষিপ্ত ছিলেন সাব্বির। বিভিন্ন সময় মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন সাব্বির।
গতকাল বৃহস্পতিবার রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন আসাদুল। বাড়ির কাছাকাছি আমতলা তিনমাথা এলাকায় পৌঁছালে আসাদুলের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান সাব্বির। আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাফিজা সুলতানা মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আসাদুলের বুকে ছুরি দিয়ে আঘাতের একটি চিহ্ন দেখা গেছে। ঘটনার পরপরই জামাই সাব্বির পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’