আটঘরিয়া (পাবনা): আটঘরিয়া হাসপাতালের টয়লেট থেকে উদ্ধার হওয়া নবজাতক কন্যাশিশুকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল থেকে পাবনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির এবং আটঘরিয়া থানার ওসি মো. হাফিজুর রহমানের তৎপরতায় সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে শিশুটির কিশোরী মায়ের সন্ধান পান। এ ঘটনায় শিশুটির বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রফিকুল হাসান জানান, উদ্ধারকৃত শিশুটি এখন সম্পূর্ণ সুস্থ অবস্থায় মায়ের কোলে রয়েছে। শিশুর মা এবং শিশুটি হাসপাতালে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে।
আটঘরিয়া থানার ওসি হাফিজুর রহমান জানান, সিসিটিভি ফুটেজ দেখে উদ্ধারকৃত নবাজাতকটির মায়ের পরিচয় বের করা হয়েছে এবং সে এখন নিরাপদে রয়েছে। শিশুর বাবা স্বপনের ঠিকানা খুঁজে বের করা হয়েছে। তিনি জেলার চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের শিবপুর গ্রামের শুকুর আলীর ছেলে।
এ বিষয়ে চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, উদ্ধারকৃত শিশুটির মা উপজেলার মুলগ্রাম ইউনিয়নের শিবপুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। এ ঘটনায় মেয়ের বাবা হাবিবুর রহমান বাদী হয়ে চাটমোহর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। মামলায় স্বপনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, উপজেলার মুলগ্রাম ইউনিয়নের শিবপুর গ্রামের এক কিশোরীর (১৪) সঙ্গে একই গ্রামের শুকুর আলীর ছেলে স্বপন মিয়ার (২৭) প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু স্বপন মিয়া শিশুটিকে অস্বীকার করায় ওই কিশোরী আটঘরিয়া হাসপাতালের টয়লেটে প্রসব করে নবজাতক ফেলে পালিয়ে যায়।