হোম > অপরাধ > রাজশাহী

বগুড়ায় পাঁচজন ছুরিকাহত: নিরাপত্তার দাবিতে সড়ক অবরোধ ব্যবসায়ীদের

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় মোটরসাইকেলে ধাক্কাকে কেন্দ্র করে পাঁচজন ছুরিকাহতের ঘটনায় সড়ক অবরোধ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। আজ বুধবার বেলা ১১টার দিকে বগুড়া শহরের স্টেশন রোডে এই কর্মসূচি পালিত হয়। এর আগে মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে বগুড়া শহরের স্টেশন রোডের রেলওয়ে মার্কেট এলাকায় এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

আহতরা হলেন বগুড়া শহরের সেউজগাড়ী এলাকার বাছেদ মন্ডলের ছেলে রিয়াদ মন্ডল (২৪), একই এলাকার রাজিব হোসেনের ছেলে সামিত সামিউল (২১), বাবু মিয়ার ছেলে বাপ্পি (২১) চকসূত্রাপুর এলাকার হজরত আলীর ছেলে রাশেদ (২৫) ও শাজাহানপুর উপজেলার চক দোহার গ্রামের আব্দুল বাছেদ (৬৫)। আব্দুল বাছেদ রেলওয়ে মার্কেটে মালামাল কিনতে এসে হামলার শিকার হন। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতের সাড়ে ৮টার দিকে বগুড়া শহরের খান্দার এলাকার তরু নামের এক যুবকের মোটরসাইকেলের সঙ্গে রিয়াদের মোটরসাইকেল ধাক্কা লাগে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। স্থানীয়দের হস্তক্ষেপে দুই পক্ষই এলাকা থেকে চলে যান। এরপর রাত পৌনে ৯টার দিকে তরুসহ কয়েকজন যুবক তাঁদের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান। আহতেরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে রেলওয়ে মার্কেটে আসা সাধারণ মানুষকে ছুরিকাঘাতের প্রতিবাদে রেলওয়ে মার্কেটের ব্যবসায়ীরা আজ দোকান বন্ধ করে বগুড়া শহরের স্টেশন রোড অবরোধ করেন। 

ব্যবসায়ীদের দাবি, রেলওয়ে মার্কেটে গলির মধ্যে হরিজন কলোনির আশপাশে সন্ধ্যার পর মাদক বিক্রি হয়। মাদক কেনা-বেচাকে কেন্দ্র করে প্রতিনিয়ত সেখানে মারধরের ঘটনা ঘটে। 

স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ হরিদাস মন্ডল জানান, আহতদের পক্ষ থেকে এখনো থানায় অভিযোগ দেওয়া হয়নি। তবে ব্যবসায়ীরা নিরাপত্তার দাবিতে রাস্তায় নেমেছিলেন। পুলিশের পক্ষ থেকে তাঁদের নিরাপত্তার আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেন। 

চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে বাধা দারিদ্র্য

রাজশাহীতে ৪ প্রাথমিক স্কুলের শিক্ষকদের গণ শোকজ

জয়পুরহাট সীমান্তে আজ সকালে বেড়া নির্মাণ, কালই তুলে নেবে বিএসএফ

সড়ক ডিভাইডারে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল ভগ্নিপতি-শ্যালকের

সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি: সংস্কার কমিশন প্রধান

রাজশাহীতে দলীয় সভা শেষে ফেরার পথে ট্রাকচাপায় যুবদল কর্মী নিহত

যমুনার বালুচরের নতুন ফসল চিনাবাদাম

নাটোরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন

বাঘায় আম গাছে ঝুলছিল গৃহবধূর লাশ

কামারখন্দে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সেকশন