হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরে সেই ডিসি বাংলোতে মাটির নিচে ব্যালট পেপারসহ যা যা মিলল

নাটোর প্রতিনিধি 

পরিত্যক্ত ডিসি বাংলোর মাটি খুঁড়ে ব্যালট পেপারের বস্তা উদ্ধার করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

নাটোরের পরিত্যক্ত ডিসি বাংলো থেকে ইলেকট্রনিক ডিভাইসের বস্তাসহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৭৯ বস্তা ব্যবহৃত ও অব্যবহৃত ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে।

গতকাল শনিবার রাত ১১টা ৪৫ মিনিট থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত মাটি খুঁড়ে ৭৯ বস্তা ভর্তি ব্যালট পেপার উদ্ধার করেছে যৌথ বাহিনী।

আজ রোববার সকালে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য জানান।

ওসি মাহাবুর রহমান বলেন, গত শনিবার দুপুরে পরিত্যক্ত বাংলোর মাঠে পুঁতে রাখা ব্যালট পেপারের খোঁজ পেয়ে ঊর্ধ্বতন পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন বিকেল পর্যন্ত। পরে সম্মিলিত সিদ্ধান্তে রাত ১১টা ৪৫ মিনিট থেকে যৌথবাহিনীর উপস্থিতিতে টানা ৪ ঘণ্টা মাটি খোঁড়া হয়। এ সময় সবার উপস্থিতিতে আড়াই মণ বস্তার ৪০টি ও ৬০ কেজির বস্তার ৩৯টি মোট ৭৯ বস্তা ব্যালট পেপার উদ্ধার করা হয়। একটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।

ব্যালট ২, গাড়িতে রাখা ব্যালট পেপার। ছবি: আজকের পত্রিকা

ওসি আরও বলেন, উত্তোলিত ব্যালট পেপার থানা হেফাজতে রাখা হয়েছে। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ২৯ মার্চ দুপুরে নাটোর শহরের দক্ষিণ কান্দিভিটুয়াস্থ জেলা প্রশাসকের পরিত্যক্ত বাংলোর মাঠে পুঁতে রাখা অবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপুলসংখ্যক ব্যালট পেপার ও স্ক্রাব এক্সেসরিজের সন্ধান পায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) নাটোর কার্যালয়ের কর্মকর্তারা। রাতে এসব ব্যালট পেপার মাটি খুঁড়ে তোলা হয়।

‘আওয়ামী ট্যাগ দিয়ে’ এসেনশিয়াল ড্রাগসের ৫৪ জনকে চাকরিচ্যুত

সাঁথিয়ায় বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু

র‍্যাব পরিচয়ে নারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

নাটোর আদালতের মালখানার চুরি হওয়া ২৪ লাখ টাকা ও স্বর্ণ-রুপা উদ্ধার

নিয়মবহির্ভূতভাবে পেনশনের টাকা কাটার অভিযোগ হিসাব কর্মকর্তাদের বিরুদ্ধে

সান্তাহারে রেললাইনে ছুরিকাহত মরদেহ

রাবির ‘বি’ ইউনিটের পরীক্ষায় দেওয়া হলো ‘সি’ ইউনিটের উত্তরপত্র

রামেক হাসপাতালে চিকিৎসাধীন কয়েদির মৃত্যু

শেরপুরে নারী শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়া আওয়ামী লীগের দুই নেতা ঢাকায় গ্রেপ্তার