হোম > অপরাধ > রাজশাহী

রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির কর্মীকে বাড়িতে ঢুকে ছুরিকাঘাতে হত্যা

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী মহানগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাংলাদেশের ওয়ার্কার্স পাটির এক কর্মী নিহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে নগরীর রাণীনগর সিটি হাসপাতাল এলাকায় বাড়িতে ঢুকে তাঁকে ছুরিকাঘাত করা হয়।

নিহত পিয়ারুল ইসলাম ওরফে পিরু (৩৫) মৃত কোরবান আলী ছেলে। তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ২৫ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য ছিলেন বলে জানিয়েছেন দলটির মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু। 

নগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারন চন্দ্র বর্মন বলেন, সন্ধ্যায় এলাকার কিছু যুবকের সঙ্গে পিয়ারুলের কথা কাটাকাটি হয়। এরপর পিয়ারুল বাড়িতে চলে যান। রাত ৯টার দিকে কয়েকজন যুবক বাড়িতে ঢুকে তাঁর পেটে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা হাসপাতালে নেওয়ার জন্য পিয়ারুলকে বাড়ি থেকে রাস্তায় নেওয়ার পরপরই তাঁর মৃত্যু হয়। 

ওসি বলেন, এ ঘটনার পর এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পিয়ারুলের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পিয়ারুলের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। 

এ ঘটনায় থানায় হত্যা মামলা হবে বলেও জানিয়েছেন ওসি নিবারন চন্দ্র বর্মন। 

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়