হোম > অপরাধ > রাজশাহী

জাল টাকা কিনে বিক্রি, নাটোরে দম্পতি গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি

নাটোরে জাল টাকাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ তথ্য জানায়। 

এর আগে গতকাল মঙ্গলবার সাড়ে ১০টার দিকে নাটোর সদরের ধরাইল বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী জেলার বাগমারা থানার রনশি বারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. রিপন (৩৩) ও তাঁর স্ত্রী লাবনী আক্তার রিমু (২০)। 

নাটোর সদরের দিঘাপতিয়া ইউনিয়নের ধরাইল বাজার থেকে জাল টাকাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁরা হলেন মো. রিপন (৩৩) ও তাঁর স্ত্রী লাবনী আক্তার রিমু (২০)। 

রিপন ও তাঁর স্ত্রী সংঘবদ্ধ জালিয়াত চক্রের কাছ থেকে জাল টাকা কিনে দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করতেন। 

র‍্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর হাসান মাহমুদ জানান, নাটোর ক্যাম্প একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর সদর উপজেলার ৩ নম্বর দিঘাপতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধরাইল বাজারে অভিযান চালায়। এ সময় ১ হাজার টাকার ১৩টি নোট এবং ৫০০ টাকার ২৪টি নোটসহ রিমু ও রিপনকে আটক করে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়। 

মেজর মাহমুদ আরও জানান, র‍্যাব জাল টাকার মূল প্রস্তুতকারক ও সরবরাহকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মিজান বলেন, গ্রেপ্তার দম্পতির বিরুদ্ধে জাল মুদ্রা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রথমবার বিপিএলের ট্রফি রাজশাহীতে, ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

সেকশন