নাটোরের লালপুরে ছয় কেজি গাঁজাসহ কুষ্টিয়ার দৌলতপুরের মহিষকুন্দি গ্রামের আবুল কাশেমের ছেলে সাজবুলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।। গতকাল রাতে উপজেলার ডেবরপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও দুইজন পালিয়ে যান।
লালপুর থানার পরিদর্শক (তদন্ত) আবু সিদ্দিক জানান, মঙ্গলবার রাতে উপজেলার ডেবরপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছে থাকা স্কুলব্যাগে তল্লাশি করে ছয়য় কেজি গাঁজা জব্দ করা হয়, যার মূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা। এ সময় দৌলতপুরের সোনাতলা গ্রামের আব্দুস সামাদের ছেলে আক্তারুল (৪০) ও লালপুরের করিমপুর গ্রামের জাবেদ আলীর ছেলে সিদ্দিক (৩২) পালিয়ে যান।
এ ঘটনায় লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ গ্রেপ্তারকৃত সাজবুলকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।