Ajker Patrika
হোম > অপরাধ > রাজশাহী

মাদকের আস্তানার নিরাপত্তায় সিসি ক্যামেরা, দেবর–ভাবি গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

মাদকের আস্তানার নিরাপত্তায় সিসি ক্যামেরা, দেবর–ভাবি গ্রেপ্তার

বাড়ির চারপাশে সিসি ক্যামেরা বসিয়ে মাদক ব্যবসা করে আসছিলেন নাহিদ হোসেন ও তাঁর ভাবি আঁখি বেগম। আজ মঙ্গলবার বিকেলে শহরের কামারগাড়ি হাড্ডি পট্টি এলাকায় মাদকের সেই আস্তানায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেখান থেকে গ্রেপ্তার করা হয় দেবর ও ভাবিকে। এ সময় উদ্ধার করা হয় ১৫৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট। জব্দ করা হয় সিসিটিভি মনিটর ও ছয়টি সিসি ক্যামেরা।

গ্রেপ্তার আঁখি বেগম কামারগাড়ি এলাকার সাজ্জাদুল হক নুরের স্ত্রী এবং নাহিদ হোসেন নুরের ছোট ভাই।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিদর্শক (এসআই) আবির হাসান জানান, কামারগাড়ি হাড্ডিপট্টি এলাকায় রেলওয়ের জায়গা দখল করে একটি টিনশেড ঘর নির্মাণ করেন আঁখির স্বামী সাজ্জাদুল হক নুর। ঘরের আশপাশের বৈদ্যুতিক খুঁটিতে লাগানো হয় ছয়টি সিসি ক্যামেরা। লোকজন বিশেষ করে পুলিশের গতিবিধি পর্যবেক্ষণ করতেই সিসি ক্যামেরাগুলো লাগানো হয়। ঘরে বসে সিসিটিভি মনিটর পর্যবেক্ষণ করতেন নাহিদ ও তাঁর ভাই নুর। আর মাদক বিক্রি করতেন আঁখি বেগম। ছয় মাস ধরে ওই ঘর থেকে সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করে মাদক ব্যবসা করে আসছিলেন তাঁরা। ওই ঘরে তারা কেউ রাতে থাকতেন না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ধরনের মাদক বিক্রি করা হতো সেখান থেকে। ঘরে প্রবেশের একটি বড় দরজা ছাড়াও পেছন দিকে রয়েছে ছোট আরেকটি দরজা। ওই ঘর সংলগ্ন রয়েছে আন্তজেলা বাস টার্মিনাল। এ কারণে সেখানে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের আনাগোনা।

অভিযান চালিয়ে দেবর–ভাবিকে গ্রেপ্তার ও সিসি ক্যামেরা জব্দ করা হয়মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা কয়েক দিন ধরে মাদক ক্রেতা সেজে দেবর-ভাবির তৎপরতা পর্যবেক্ষণ করেন। এরপর আজ বিকেলে পরিদর্শক ইব্রাহীম খানের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় ঘরের পেছনের ছোট দরজা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন নাহিদ ও আঁখি। আঁখির স্বামী নুর সে সময় ঘরে ছিলেন না। আগে থেকেই ছোট দরজার মুখে অবস্থান নেন টিমের সদস্যরা। ফলে ধরা পড়ে যান দু’জনই। এরপর ঘর তল্লাশি করে ১৫৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। 

গ্রেপ্তার দেবর-ভাবির নামে বগুড়া সদর থানায় মামলা করা হয়েছে।

বাটার মোড়ের জিলাপি ছাড়া ইফতারই অপূর্ণ

বিলের মাঝে ৩ কোটির সেতু

২০০ ভাটার ১৯২টিই অবৈধ, নীরব প্রশাসন

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বিএনপি নেতার বিরুদ্ধে মসজিদের চাল আত্মসাতের অভিযোগ তোলায় হামলা, আহত ৫

পাবনায় বালু লুটের অপরাধে ৩ জনের কারাদণ্ড

চাকরি স্থায়ীকরণের দাবিতে মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভ, রাবি উপাচার্য অবরুদ্ধ

ডোবার পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের

স্নাতকের ফল প্রকাশের আগেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি, তদন্ত কমিটি

দুর্গম চরাঞ্চলে মিলল যুবলীগ নেতার অর্ধগলিত মরদেহ