Ajker Patrika
হোম > অপরাধ > রাজশাহী

স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখমের অভিযোগ ছাত্রলীগ নেতা ২ ভাইয়ের বিরুদ্ধে

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখমের অভিযোগ ছাত্রলীগ নেতা ২ ভাইয়ের বিরুদ্ধে

রাজশাহীর পুঠিয়ায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে এ ঘটনা ঘটে। 

অভিযুক্তরা হলেন পুঠিয়া পৌর ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক স্বরণ (২২) ও তাঁর ছোট ভাই সাংগঠনিক সম্পাদক সায়েক (২০)। এ ঘটনায় পুলিশ ছাত্রলীগ নেতা স্বরণ ও তাঁর বাবা সেলিম ইবনে টিপুকে গ্রেপ্তার করেছে।

হামলায় আহত ব্যক্তিরা হলেন জাহাঙ্গীর হোসেন (৪৫) ও তাঁর স্ত্রী আসমা বেগম (৪০)। তাঁরা উপজেলার কাঠালবাড়িয়া স্টেডিয়ামপাড়ার বাসিন্দা। অভিযুক্ত ছাত্রলীগ নেতারা একই এলাকার বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শী সোলাইমান বলেন, স্বরণ ও সায়েক দীর্ঘদিন ধরে বন্দুক দিয়ে বিভিন্ন এলাকায় পাখি শিকার করেন। বিষয়টি গ্রামবাসী জানতেন। সম্প্রতি এই বিষয়টি আসমা বেগম ও তাঁর স্বামী জাহাঙ্গীর হোসেন প্রচার করেছেন বলে ওই দুই ছাত্রলীগ নেতা সন্দেহ করেন। কিন্তু তাঁরা এই বিষয়টি প্রচার করেননি বলে স্বরণ ও সায়েকের বাবাকে বলতে আসেন। এ সময় স্বরণ ও সায়েক তাঁর বাবার সামনে ওই দুজনকে কুপিয়ে আহত করেন। 

জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমরা গরিব পরিবার। শুধু সন্দেহের জেরে অমানবিকভাবে হামলা করা হয়েছে। এ ঘটনায় দুই ছাত্রলীগ নেতা ও তাঁর বাবাসহ তিনজনের নামে থানায় মামলা করা হয়েছে।’ 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আল আমিন বলেন, ওই নারীর একটি হাতের চারটি আঙুল পুরোপুরি কেটে গেছে। তাঁর অবস্থা গুরুতর হওয়ায় রাতেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর স্বামীকে স্বাস্থ্য কমপ্লেক্সেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ওই পরিবার থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ গত রাতেই অভিযুক্ত স্বরণ ও তাঁর বাবাকে গ্রেপ্তার করেছে। আজ রোববার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত সায়েক পলাতক রয়েছেন। তাঁকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর, বিএনপির ৪ নেতাকে শোকজ

বার কাউন্সিলের পরীক্ষার ফি কমানোর দাবি রাবি শিক্ষার্থীদের

পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হলো বিএনপি নেতার কৃষিযন্ত্র

প্রসবকালে মাথা বিচ্ছিন্ন হয়ে নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ধামইরহাটে সরকারি জমির মাটি কাটায় জরিমানা

বগুড়ায় আ.লীগ নেতার বাড়িতে আগুন, নাশকতার অভিযোগ

রাজশাহীতে ভটভটি-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রের

৭ মাস পর কলেজছাত্র আসিফের লাশ পেল পরিবার

জয়পুরহাটে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

আক্কেলপুরে ৩ কৃষকের খরের গাদায় আগুন দিল দুর্বৃত্তরা