Ajker Patrika
হোম > অপরাধ > রাজশাহী

বড়াইগ্রামে শিক্ষা কর্মকর্তাকে মারধরের ঘটনায় ৩ জন গ্রেপ্তার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

বড়াইগ্রামে শিক্ষা কর্মকর্তাকে মারধরের ঘটনায় ৩ জন গ্রেপ্তার

নাটোরের বড়াইগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মারধরের ঘটনায় করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মালিপাড়া গ্রামের শের আলীর ছেলে ওসমান গণি (৩১), ফজলুল হকের ছেলে আবু বক্কর (২৯) এবং উপলশহর গ্রামের আব্বাস আলীর ছেলে জুয়েল রানা (২৬)।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা করার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। বাকি আসামিরা পলাতক। দ্রুত সময়ের মধ্যেই প্রধান আসামিসহ অন্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। 

অতিরিক্ত পুলিশ সুপার বড়াইগ্রাম সার্কেলের শরীফ আল রাজীব বলেন, সিসি ক্যামেরা ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতের প্রমাণ পাওয়ায় তাঁদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। 

এর আগে গত বৃহস্পতিবার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফের কার্যালয়ে ঢুকে তাঁকে লাঞ্ছিত ও অফিস ভাঙচুর করে স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমানের তিন ভাগনেসহ ৩৫ যুবক। পরে চারজনের নাম উল্লেখ করে ৩৫ জনের নামে মামলা করেন শিক্ষা কর্মকর্তা।

১ পর্দা ১৪ হাজার: পশ্চিম রেলের সাবেক দুই জিএমসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

রাকসু নির্বাচন: জরিপে শীর্ষ তিন পদেই এগিয়ে শিবির-সমর্থিত প্যানেল

উৎসবমুখর পরিবেশে চলছে রাকসুর শেষ দিনের প্রচারণা

রাকসু: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র এজিএস প্রার্থী

শেষ মুহূর্তে রাকসু নির্বাচনের আচরণবিধি সংশোধন

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

রাকসু নির্বাচন: প্রতিশ্রুতির ফুলঝুরিতে আগ্রহ নেই শিক্ষার্থীদের

মানুষের কণ্ঠে বারনই নদের ‘আর্তনাদ’

রাকসু নির্বাচন: ভোটের দিন পুলিশ, বিজিবি ও র‍্যাব মোতায়েন থাকবে

সরকারি ১৩৬ গাছ কিনে দেড় শতাধিক কাটার অভিযোগ