বগুড়া প্রতিনিধি
আইএফআইসি ব্যাংকের বগুড়া শহরতলির মাটিডালি বিমান মোড়ের উপশাখার সিন্দুক থেকে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা নিয়ে গেছে। গতকাল বুধবার (১২ জুন) রাতে এ ঘটনা ঘটেছে। জানা যায়, সেই শাখায় কোনো নৈশ প্রহরী ছিল না।
চুরির বিষয়টি নিশ্চিত করেছেন ওই শাখার ম্যানেজার ফাহমিদা ফিরোজ।
ম্যানেজার বলেন, আজ বৃহস্পতিবার সকালে ব্যাংকে এসে সিন্দুক ভাঙা দেখে চুরির বিষয়টি নজরে আসে। এই শাখায় চারজন কর্মকর্তা-কর্মচারী কর্মরত। এখানে নৈশ প্রহরী নেই। ব্যাংকে কোনো সিসি ক্যামেরাও নেই।
উপশাখাটি বিমা করা জানিয়ে ম্যানেজার বলেন, উপশাখাটি বিমাকৃত। কোনো টাকা খোয়া গেলে বিমা কোম্পানি সমুদয় টাকা পরিশোধ করবে। এ কারণে নৈশ প্রহরী রাখার বিষয়ে গুরুত্ব দেয়নি কর্তৃপক্ষ।
ফাহমিদা ফিরোজ আরও বলেন এই উপশাখায় ৪৭ লাখ টাকা পর্যন্ত রাখা হয়েছিল। পূর্বে কখনো সমস্যা হয়নি।