Ajker Patrika
হোম > অপরাধ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে তিন শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে তিন শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে আনসার মোড়ল (৬৫) নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের তিন শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক শিশুর মা বাদী হয়ে সদর মডেল থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।

আনসার মোড়ল উপজেলার বালিয়াডাঙা ইউনিয়নের পলসা গ্রামের বাসিন্দা এবং ওই ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

ঘটনাটি ঘটেছে গত ১৯ জুলাই দুপুরে পলসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আনসার মোড়লের মুদি দোকানে। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফায় মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় এক শিশুর মা গত শনিবার থানায় এজাহার দেন।

এজাহারে উল্লেখ করা হয়, পলসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেই রয়েছে আনসার মোড়লের মুদি দোকান। সেই দোকানে টিফিনের জন্য খাবার নিতে গেলে পর্যায়ক্রমে ওই তিন শিশুকে যৌন নিপীড়ন করেন আনসার মোড়ল। এ সময় তিন শিশুর হাতে তিনি ৫০০ টাকা ধরিয়ে দিয়ে ঘটনাটি কাউকে বললে মেরে ফেলার হুমকিও দেন।

গত রোববার রাতে সদর মডেল থানায় কথা হয় নিপীড়নের শিকার ১১ বছর বয়সী এক শিশুর সঙ্গে। ভুক্তভোগী ওই শিশু কাঁদতে কাঁদতে বলে, টিফিনের সময় তিনজন মিলে খাবার কিনতে আনসার আলীর দোকানে যায় তারা। এ সময় দোকানের ভেতরে নিয়ে পর্যায়ক্রমে যৌন নিপীড়ন করা হয় তাদের। এ সময় তারা কান্নাকাটি শুরু করলে তাদের হাতে টাকা দিয়ে ঘটনাটি কাউকে বললে ছুরি দিয়ে কেটে বস্তায় ভরে মহানন্দা নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেন।

স্থানীয় বাসিন্দা নেয়ামত আলী বলেন, আনসার মোড়ল মাঝেমধ্যেই শিশুদের যৌন নিপীড়ন করেন। আগেও একাধিক শিশুর সঙ্গে পাশবিক ঘটনা ঘটিয়েছেন তিনি, যা এলাকার সাধারণ মানুষ সবাই জানে। কিন্তু প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পায় না।

বালিয়াডাঙা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ফজলে রাব্বি রেণু বলেন, দীর্ঘদিন ধরেই আনসার মোড়ল নিজ দোকানে দরজা আটকিয়ে শিশুদের যৌন নিপীড়ন করে আসছিলেন। একই সঙ্গে তিন শিশুর ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্কুলের অন্য শিশুরাও আতঙ্কিত।

বালিয়াডাঙা ইউপি সদস্য মো. সাদিকুল আলম বলেন, ‘শিশুদের পরিবারের লিখিত অভিযোগ পেয়ে আনসার মোড়লের সঙ্গে কথা বলেছি। তিনি যৌন নিপীড়নের কথা স্বীকার করে আপস-মীমাংসার অনুরোধ করেন। একপর্যায়ে গ্রামের কয়েজনকে নিয়ে শনিবার সমাধানের জন্য বসা হয়। কিন্তু সেখানে সমাধান হয়নি। ফলে বাধ্য হয়ে থানায় মামলা করতে বলা হয়েছে। এমন ন্যক্কারজনক ঘটনার বিচার হওয়া প্রয়োজন।’

পলসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হামিদ স্কুল ও শিশুদের সম্মান রক্ষার্থে বিষয়টি নিয়ে মানবিক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘ঘটনা কী ঘটেছে তা শিশুদের পরিবার বলতে পারবে। আমি মৌখিকভাবে শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি।’

জানতে চাইলে বালিয়াডাঙা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাম্মাদ আল রাজিব বলেন, ঘটনা প্রমাণিত না হলে একজনকে অপরাধী বলা যাবে না। এখানে গ্রামের রাজনীতি থাকতে পারে। বিষয়টি জানার পর মন্তব্য করা যাবে। 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর-উন-নাহার রুবিনা বলেন, ‘শিক্ষার্থী নিপীড়নের বিষয়টি আমাদের নজরে আসেনি। এমনকি কোনো পক্ষ আমাদের জানায়নি।’

চাঁপাইনবাবগঞ্জ সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘আমাদের কাছে এমন কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’  

অভিযোগ তদন্তের দায়িত্ব পাওয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন বলেন, ঘটনা তদন্ত করে সত্যতা পেলে মামলা হিসেবে রেকর্ড করা হবে। 

এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, তিন শিশু নিপীড়নের অভিযোগে একজনের মা বাদী হয়ে থানায় এজাহার দিয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

‘ঢাবি আধিপত্যের’ প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর, বিএনপির ৪ নেতাকে শোকজ

বার কাউন্সিলের পরীক্ষার ফি কমানোর দাবি রাবি শিক্ষার্থীদের

পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হলো বিএনপি নেতার কৃষিযন্ত্র

প্রসবকালে মাথা বিচ্ছিন্ন হয়ে নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ধামইরহাটে সরকারি জমির মাটি কাটায় জরিমানা

বগুড়ায় আ.লীগ নেতার বাড়িতে আগুন, নাশকতার অভিযোগ

রাজশাহীতে ভটভটি-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রের

৭ মাস পর কলেজছাত্র আসিফের লাশ পেল পরিবার

জয়পুরহাটে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত