হোম > অপরাধ > রাজশাহী

শিশুটির বাইসাইকেল পড়ে ছিল হাটে, মরদেহ বাঁশঝাড়ে

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বজলুর মোড় এলাকার একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।

নিহত স্কুলছাত্রের নাম আবু হুরায়রা। সে সৈয়দপুর ইউনিয়নের কড়িবাড়ি দক্ষিণপাড়ার মো. মনজুরুল ইসলামের ছেলে ও কড়িবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল রোববার দুপুরে স্কুলে বিরতির সময় নাশতা খাওয়ার কথা বলে স্কুল থেকে বের হয় আবু হুরায়রা। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে রাতে তার বাইসাইকেল পাওয়া যায় স্থানীয় ডাকুমারা হাটে। কে বা কারা বাইসাইকেলটি সেখানে নিয়ে গেছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এরপর আজ ভোরে বজলুর মোড় এলাকার একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল আজকের পত্রিকাকে বলেন, নিহত স্কুলছাত্রকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। তারা সবাই স্কুলছাত্র। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনার বিস্তারিত জানাতে আজ দুপুর ২টায় সংবাদ সম্মেলন করা হবে।

প্রথমবার বিপিএলের ট্রফি রাজশাহীতে, ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

সেকশন