Ajker Patrika
হোম > অপরাধ > রাজশাহী

নারীঘটিত কারণেই ভ্যানচালক খুন: ওসি

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

নারীঘটিত কারণেই ভ্যানচালক খুন: ওসি

নারীঘটিত কারণেই খুন হয়েছেন সিরাজগঞ্জের কাজীপুরের সেই ভ্যানচালক হোসেন আলী (৪৫)। গতকাল রোববার বিকেলে নিহতের ছেলে মিলন মিয়া বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে কাজীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

আসামিরা হলেন-রৌহাবাড়ী উত্তরপাড়ার সিরাজুল ইসলামের ছেলে ভ্যানচালক আব্দুস ছালাম (৫১), তাঁর স্ত্রী রুবি খাতুন (৪৫), মেয়ে রাহা খাতুন (২৫) ও জেসমিন খাতুন (২৩)। এ ঘটনার পর থেকে আব্দুস ছালাম পলাতক রয়েছেন। তবে বাকি তিনজনকে ঘটনার দিনই আটক করেছে পুলিশ। 

জানা যায়, গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সিরাজগঞ্জের কাজীপুরে উত্তরপাড়ার সিরাজুল ইসলাম ওরফে গুটু ডাক্তারের ছেলে ভ্যানচালক আব্দুস ছালামের বাড়িতে খুন হন হোসেন আলী। পরদিন রোববার সন্ধ্যায় নিহতের মরদেহ দাফন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান। 

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত বলেন, তদন্তের খাতিরে এখনই সবকিছু বলা যাচ্ছে না। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে নারীঘটিত কারণেই ভ্যানচালক হোসেন আলীকে খুন করা হয়েছে। 

ওসি আরও বলেন, প্রধান আসামি আব্দুস ছালামকে আটকের চেষ্টা চলছে। বাকিদের আজ সোমবার আদালতে তোলা হবে। 

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

‘ঢাবি আধিপত্যের’ প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর, বিএনপির ৪ নেতাকে শোকজ

বার কাউন্সিলের পরীক্ষার ফি কমানোর দাবি রাবি শিক্ষার্থীদের

পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হলো বিএনপি নেতার কৃষিযন্ত্র

প্রসবকালে মাথা বিচ্ছিন্ন হয়ে নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ধামইরহাটে সরকারি জমির মাটি কাটায় জরিমানা