Ajker Patrika
হোম > অপরাধ > রাজশাহী

শেরপুরে অপহরণের ৬ ঘণ্টা পর যুবক উদ্ধার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

শেরপুরে অপহরণের ৬ ঘণ্টা পর যুবক উদ্ধার

বগুড়ার শেরপুরে অপহরণের ৬ ঘণ্টা পর সঞ্জয় কুমার রায় (৩০) নামের এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত দেড়টায় উপজেলার কুসুম্বী ইউনিয়নের চন্ডেশ্বর গ্রাম থেকে তাঁকে উদ্ধার করা হয়।

ওই যুবক কুসুম্বী পূর্বপাড়া গ্রামের যতীন চন্দ্র রায়ের ছেলে। তিনি শেরপুর শহর থেকে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে অপহৃত হন।

সঞ্জয়ের স্ত্রী সুনয়নী রায় বলেন, সঞ্জয় একজন কৃষক। এ বছর দুই বিঘা জমিতে আলু চাষ করেন। আলু বিক্রির ২৫ হাজার টাকা আনতে গতকাল বিকেলে শেরপুর শহরে গিয়েছিলেন। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে শেরপুর পৌর শহরের কলেজ রোড এলাকায় তিনি অপহৃত হন।

সুনয়নী রায় বলেন, ‘রাতে সঞ্জয় আমাকে মোবাইল ফোনে কল দিয়ে জানান তাকে অপহরণ করে একটি বাড়িতে রাখা হয়েছে। তিনি এলাকাটি চিনতে পারছেন না। তাঁর সন্ধান পেতে প্রথমে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯—এ কল দিয়ে ঘটনাটি জানাই। এদিন রাতেই থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ সঞ্জয়কে উদ্ধারে অভিযান শুরু করে। রাত দেড়টায় তাকে উপজেলার কুসুম্বী ইউনিয়নের চন্ডেশ্বর গ্রামের গোলাম মোস্তফা নামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার করা হয়।’

উদ্ধারের সময় সঞ্জয়কে শারীরিকভাবে অসুস্থ দেখাচ্ছিল। তাঁর কাছে থাকা আলু বিক্রির ২৫ হাজার টাকা খোঁজ করেও পাননি। ওই রাতেই তিনি স্বামীকে বাড়ি ফিরে আনেন বলেও জানান, সুনয়নী রায়।

সঞ্জয় রায় বলেন, ‘আলু বিক্রির ২৫ হাজার টাকা নিয়ে শহরের কলেজ রোড দিয়ে বাড়ি ফিরছিলাম। এ সময় অপরিচিত তিন যুবক পিছু নেয়। তাদের একজন পেছন থেকে নাক ও মুখ রুমাল দিয়ে চেপে ধরে। এরপর থেকে জ্ঞান ছিল না। জ্ঞান ফিরলে বিষয়টি মোবাইল ফোনে কল দিয়ে স্ত্রীকে জানাই। আলু বিক্রির টাকা কারা নিয়েছে তাও তিনি জানি না।’

চন্ডেশ্বর গ্রামের গোলাম মোস্তফা বলেন, ‘সোমবার রাতে আমি বাড়ি ফিরে দেখি সঞ্জয় আমার বাড়ির বারান্দায় বসে আছেন। সঞ্জয় কীভাবে আমার বাড়িতে এসেছে তা বলতে পারি না।’

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এই ঘটনার সঙ্গে কারা জড়িতদের শনাক্ত করতে অনুসন্ধান চলছে।

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

‘ঢাবি আধিপত্যের’ প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর, বিএনপির ৪ নেতাকে শোকজ

বার কাউন্সিলের পরীক্ষার ফি কমানোর দাবি রাবি শিক্ষার্থীদের

পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হলো বিএনপি নেতার কৃষিযন্ত্র

প্রসবকালে মাথা বিচ্ছিন্ন হয়ে নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ধামইরহাটে সরকারি জমির মাটি কাটায় জরিমানা