হোম > অপরাধ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে কিশোর নিহত

চাঁপাইনবাবাগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে ফাহাদ আলী (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে ইমন (১৫) নামে আরও এক কিশোর। আজ রোববার রাত ৮টার দিকে পৌর এলাকার বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর রেহাইচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোর মসজিদ পাড়ার মনিরুল ইসলামের ছেলে এবং ফুলকুঁড়ি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। আহত ইমন একই এলাকার আশরাফুল ইসলামের ছেলে ও টাউন হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

নিহতের সহযোগী জীবন আহমেদ জানায়, আজ রোববার রাত ৮টার দিকে কয়েকজন বন্ধু নিয়ে ফাহাদ বারোঘোরিয়া এলাকায় ঘুরতে বেরিয়েছিল। ফেরার পথে রেহাইচর এলাকায় নয়ন, মেরাজ ও রহিতের নেতৃত্বে ১০-১২ জন তাদের ওপর হামলা চালায়।

এ সময় তাদের একজন পকেট থেকে চাকু বের করে ফাহাদের গলায় আঘাত করলে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাহাদকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত ইমনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এএইচ এম আব্দুর রকিব। তিনি বলেন,  ‘কিশোর সদস্যদের ছুরিকাঘাতে ফাহাদ নামের এক কিশোর নিহত হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে। মরদেহ ময়নাতদন্তের হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়