নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর মোহনপুর উপজেলায় ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণে অপরাধে একজনকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারকর মুহা. হাসানুজ্জামান এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম পলান চন্দ্র কটু (৪৫)। তিনি মোহনপুর উপজেলার খাড়তা গ্রামের বাসিন্দা। আদালত তাঁকে ২০ হাজার টাকা জরিমানাও করেছেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও একমাস কারাদণ্ড দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসরিন আখতার মিতা এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, আসামি কটু মাঝে মধ্যে ওই শিশুর বাড়ি যেতেন। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ওই শিশুকে কিছু খাওয়ার কথা বলে বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। এরপর মেয়েটির বাবা মোহনপুর থানায় মামলা করেন।
মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেছেন। আসামি পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও সাজা পরোয়ানা ইস্যু করেছেন আদালত।